• মাড়গ্রামে ফের বোমা উদ্ধার
    বর্তমান | ২০ মার্চ ২০২৩
  • সংবাদদাতা, রামপুরহাট: ফের মাড়গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার কালীদহ গ্রামে একটি পুকুর পাড়ের ঝোপ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে। একটি প্লাস্টিকের বালতির মধ্যে বোমা রাখা ছিল। রাতে খবর পেয়ে পুলিস এলাকাটি ঘিরে রাখে। রবিবার দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে সেগুলি নিষ্ক্রিয় করে। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র বলেন, কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মাড়গ্রামের একডালা গ্রামে দাদুর বাড়ি বেড়াতে এসে মজুত বোমা ফেটে দুই শিশু জখম হয়। একজনের দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। গত ২১ ফেব্রুয়ারি এই থানার তপন গ্রামে সিপিএম কর্মী ইয়াকুব শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার হয় ৩৫টি তাজা বোমা। একইভাবে মাড়গ্রামে জোড়া তৃণমূল কর্মী খুনে ধৃত সুজাউদ্দিনের খামারবাড়ি থেকে উদ্ধার হয় ১৫টি বোমা। গত ২৫ ফেব্রুয়ারি মাড়গ্রামের দ্বারকা নদের ঘুটিঙ্গাঘাট লাগোয়া ঝোপ ও বসেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছন থেকে উদ্ধার হয় ৪৩টি বোমা। একের পর এক এলাকা থেকে মজুত বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মাড়গ্রামের বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)