• বাংলায় কথা বলায় শ্রমিকদের ছাঁটাইয়ের অভিযোগ ভাঙড়ে
    দৈনিক স্টেটসম্যান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • মহারাষ্ট্র বা গুজরাতে বাঙালিদের উপর হেনস্থার ঘটনা সাম্প্রতিককালে ‘স্বাভাবিক’ হয়ে উঠেছে। কিন্তু পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলায় কাজ থেকে ছাঁটাইয়ের অভিযোগ এর আগে শোনা যায়নি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার নলমুড়ি সংলগ্ন এলাকায় অশোকা সু কোম্পানির কারখানায়। এর জেরে কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বাঙালি শ্রমিকরা।

    কারখানার শ্রমিকরা অভিযোগ করেছেন, বাঙালি হওয়ায় তাঁদের হেনস্থা ও অপমান করা হয়। এমনকী বাংলায় কথা বলায় বেশ কয়েকজন শ্রমিককে কাজ থেকে বের করে দেন কোম্পানির নতুন ম্যানেজার অজয় শ্রীবাস্তব। তাঁর বিরুদ্ধে বাঙালি শ্রমিকদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। তিনি নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কারখানায় কেবলমাত্র অবাঙালি শ্রমিকদের কাজে নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের আর রাখা যাবে না। আচমকা নতুন ম্যানেজারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাঙালি শ্রমিকরা। কারখানার বাইরে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ।

    কারখানার এক শ্রমিক জানিয়েছেন, তিনি দীর্ঘদিন এই কোম্পানিতে গাড়ি চালাচ্ছেন। কিন্তু হঠাৎ নতুন ম্যানেজার অজয় শ্রীবাস্তব এসে জানিয়ে দেন তাঁদের আর কাজে আসতে হবে না। বাংলা ভাষায় কথা বলার কারণেই এই সিদ্ধান্ত নেন তিনি। কারখানার অনেক বাঙালি শ্রমিকের সঙ্গেই এরকম হয়েছে। ওই ম্যানেজারকে বদলি করে পুনরায় তাঁদের কাজে বহাল থাকার দাবি জানিয়েছেন শ্রমিকরা। অন্য এক শ্রমিক জানিয়েছেন, কোম্পানির নতুন ম্যানেজার উত্তরপ্রদেশ থেকে এসেছেন৷ তিনি নিজের ইচ্ছা মতো কোম্পানি চালাচ্ছেন৷ নিজের রাজ্যের অবাঙালি শ্রমিক এনে কাজে নিয়োগ করছেন৷

    এ বিষয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা জানিয়েছেন, বাংলা ভাষায় কথা বলার কারণে শ্রমিকদের কাজ থেকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। অপরদিকে কোম্পানির ম্যানেজমেন্ট জানিয়েছে যে, মেটিরিয়ালের কাজ সঠিকভাবে করতে না পারার কারণে শ্রমিকদের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার কারণে শ্রমিকদেরকে কাজ থেকে ছাঁটাইয়ের অভিযোগ প্রমাণিত হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    উল্লেখ্য, বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও আটকে রাখার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন তিনি। এই আবহে পশ্চিমবঙ্গেই সুরক্ষিত নন বাংলাভাষী শ্রমিকরা। সম্প্রতি শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বাংলাদেশি তকমা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠেছিল। এবার রাজ্যেই বাংলায় কথা বলায়ে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)