• বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা জিতলেন বাংলার প্রত্যয়! ইংলিশ চ্যানেল পেরোতে সাহায্য করুক সরকার, আবেদন সাঁতারুর...
    আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা সন্তরণ সংস্থার আয়োজনে রবিবার অনুষ্ঠিত হল ৭৯ তম বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। আহিরণ সিআইএসএফ ঘাট থেকে ভোর পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান-সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। 

    ৮১ কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হয়। এবছর ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন গত দু'বারের চ্যাম্পিয়ন প্রত্যয় ভট্টাচার্য-সহ মোট ২১ জন প্রতিযোগী। 

    স্পেনের একজন এবং বাংলাদেশের দু'জন প্রতিযোগী ছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকেও একাধিক প্রতিযোগী ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে মোট চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রায় ১০ ঘণ্টা ৫৬ মিনিট সাঁতার কেটে ৮১ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন প্রত্যয় ভট্টাচার্য। পরপর তিনবার ৮১ কিলোমিটার বিভাগে প্রথম হয়ে প্রত্যয় হ্যাটট্রিক করলেন। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে বাংলাদেশের মহম্মদ নুরুল ইসলাম এবং নয়ন আলী। 

    ৮১ কিলোমিটার বিভাগে পুরুষদের পাশাপাশি দু'জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন। বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবছর নজর ছিল মহারাষ্ট্রের নাগপুরের প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাঁতারু শাশ্রুতি বিনায়ক নাকাডের উপর। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এই মহিলা প্রতিযোগী দেশের হয়ে বিভিন্ন জায়গায় সাঁতার প্রতিযোগিতায় বহু পদক জিতেছেন। একটি কৃত্রিম পায়ের সাহায্যেই তিনি ভাগীরথী বক্ষে দাপটের সঙ্গে আজ সাঁতার কাটেন। 

     ৮১ কিলোমিটার বিভাগে পরপর ৩ বার চ্যাম্পিয়ন হয়ে প্রত্যয় বলেন, “হ্যাটট্রিক করতে পেরে আমার খুবই ভাল লাগছে। তবে এবছর প্রতিযোগিতার শুরুর দিকটা খুবই কঠিন ছিল। কারণ সাঁতার কাটতে নেমে জলে স্রোত না পাওয়ায় গায়ের জোর দিয়ে সাঁতার কাটতে হয়েছে। এই কারণে প্রতিযোগিতা শেষের মুখে আমাকে একটু কষ্টের মধ্যে পড়তে হয়েছে।”

     বাংলাদেশ থেকে আগত দুই প্রতিযোগীর প্রশংসা করে প্রত্যয় বলেন, “সাঁতার শুরুর প্রথম দিক থেকে বাংলাদেশের এক প্রতিযোগী আমার খুব কাছে সাঁতার কাটছিলেন। যেহেতু হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে এবছর প্রতিযোগিতায় নেমেছিলাম। সেই কারণে নিজের সবটুকু দিয়ে আমি সাঁতার কেটেছি। সাঁতার চলার সময় বাংলাদেশের প্রতিযোগী যেভাবে বারে বারে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছেন তা আমার খুব ভাল লেগেছে।”

     প্রত্যয় আরও জানান, রাজ্য সরকারের কাছে তাঁর বিশেষ কোনও কিছু চাওয়ার নেই। তবে রাজ্য সরকার যদি তাঁকে ইংলিশ চ্যানেল পার করার জন্য আর্থিক সাহায্য দেয় তাহলে খুব ভাল হয়।

     অন্যদিকে আজ দুপুর ১.৪৫ নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হওয়া পুরুষ এবং মহিলাদের ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাও বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হয়। পুরুষদের ১৯ কিলোমিটার বিভাগে মোট ৩৮ জন প্রতিযোগী ছিলেন। এই বিভাগে প্রথম হয়েছেন কলকাতার গৌরব কাবেরী, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন বাংলাদেশের ফইসল আহমেদ এবং জুয়েল আহমেদ। এই প্রতিযোগিতা শেষ করতে গৌরবের সময় লেগেছে ২ ঘন্টা ১৩ মিনিট। 

    মেয়েদের ১৯ কিলোমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার কুমোরটুলি পার্কের মৌবনী পাত্র। তাঁর সময় লেগেছে ২ ঘন্টা ২১ মিনিট ৫১ সেকেন্ড। এই বিভাগেও দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন বাংলাদেশের প্রতিযোগিনীরা। দ্বিতীয় হয়েছেন মুক্তি খাতুন, তৃতীয় হয়েছেন সনিয়া আখতার।   

    প্রসঙ্গত, ১৯৪৩ সালে মুর্শিদাবাদ জেলায় বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রথমে ৭৪ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা জঙ্গিপুর সদরঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাটে শেষ হত। তবে পরবর্তীকালে ব্রাজিলের একটি সন্তরণ সংস্থা নিজেদের দেশে ৭৮ কিলোমিটার দূরত্বের সাঁতার প্রতিযোগিতা শুরু করায় কিছুদিনের জন্য মুর্শিদাবাদের সাঁতার প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার শিরোপা হারিয়েছিল। তবে বর্তমানের আহিরণ ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাট পর্যন্ত ৮১ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে।
  • Link to this news (আজকাল)