• মালদা জেলা পরিষদের সদস্যের স্বামীর নাম এসএসসির ‘দাগি’দের তালিকায়
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • অযোগ্যের তালিকায় নাম মালদা জেলা পরিষদের সদস্যের স্বামীর নাম। এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। শনিবার এসএসসি ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে নাম রয়েছে মালদা জেলা পরিষদের সদস্য সারিকা খাতুনের স্বামী তথা তৃণমূলের স্থানীয় নেতা হিসেবে পরিচিত সামসুদ্দিন আহমেদের। এখনও এ নিয়ে ওই তৃণমূল নেতা বা তাঁর স্ত্রী এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

    এ দিকে এই খবর সামনে আসতেই রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে এক কর্মসূচিতে সামসুদ্দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই সময় অনলাইন এই ছবির সত্যতা যাচাই করেনি। তবে এ নিয়ে বিজেপি পুরোদমে ময়দানে।

    বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের বক্তব্য, ‘মালদা জেলা পরিষদের সদস্য সারিকা খাতুনের স্বামী সামসুদ্দিন আহমেদের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল শুধু ২৬ হাজারই নয়, প্রাইমারি থেকে শুরু করে সবেতে দুর্নীতি করেছে। এ সরকারকে উৎখাত না করলে বেকার ছেলেমেয়েরা ভবিষ্যতে পথে বসবে।’ যদিও তৃণমূলের বক্তব্য, সুপ্রিম কোটের রায়ে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এখানে দলের কোনও ব্যাপার নেই।

    মালদা জেলার তৃণমূল সহ-সভাপতি শুভময় বসু বলেন, ‘কোর্টের নির্দেশ শিরোধার্য। কোর্টকে আগেই অযোগ্যদের তালিকা দেওয়া ছিল। কোর্ট জনসমক্ষে তালিকা প্রকাশ করতে বলেছে, এসএসসি করেছে। ফলে কার চাকরি থাকল, বা থাকল না সেটা নিয়ে তৃণমূল ভাবিত নয়।’

  • Link to this news (এই সময়)