• ১৮ দিন নিখোঁজের পর ইছামতীর পাড়ের ঝোপে ব্যবসায়ীর পচাগলা দেহ, খুন নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • গোবিন্দ সরকার, বসিরহাট: ইছামতী নদীর পাড়ের ঝোপ থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যবসায়ীর পচাগলা দেহ। মৃতের নাম গণেশ সরকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে। জানা গিয়েছে, গত ১৮ তারিখ থেকে এই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। তাঁকে ‘খুন’ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ সরকারের বাড়ি স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েত এর ভূমিতলা গ্রামের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি চলতি মাসের ১৩ তারিখ রাতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পুলিশে অভিযোগ জানায় পরিবার। পুলিশের তরফেও বিভিন্ন জায়গায় তল্লাশি, খোঁজখবর করা হয়। ইছামতী নদীতেও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু কোনও হদিশ মেলেনি।

    এদিন ইছামতীর টিপিরঘাট এলাকায় বাগানের ঝোপের মধ্যে একটি পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্বরূপনগর থানার পুলিশ। পরিবারের লোকেরা ওই ব্যবসায়ীর মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের অভিযোগ, গণেশ সরকারকে খুন করা হয়েছে। মৃতদেহ নদীর পাড়ে ঝোপে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। বেশ কিছু আগে ওই ঘটনা ঘটায় মৃতদেহে অনেক আগেই পচন ধরেছিল। মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে কারও ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)