• বন্ধু পিছলে যাচ্ছে, হাত বাড়াতেই জলের টানে তলিয়ে গেল আরও একজন! মর্মান্তিক দুর্ঘটনা বেলুড়ে
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেলুড়ের টিফিন বাজার এলাকায় ঠাকুরদাস ঘোষ স্ট্রিটের স্থানীয় ‘ননা’ পুকুরে। মৃত দুই কিশোরের নাম অঙ্কিত মিশ্র ও গুড্ডু গোঁড়। দু’জনেরই বয়স ১৪ বছর। কীভাবে এই ঘটনা তা স্পষ্ট নয়। পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, ফুটবল খেলার পর ওই দুই কিশোর পুকুরে হাত-পা ধুতে নেমেছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে পুকুর থেকে দেহগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    পুলিশ সূত্রে খবর, মৃত দুই কিশোরের একজনের বাড়ি বেলুড়ের লালাবাবু সায়র রোডে, অন্যজনের বাড়ি বালি জিটি রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দুই কিশোর বন্ধুদের সঙ্গে লিলুয়ায় রেলের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিনবন্ধু ওই পুকুরে হাত-পা ধুতে নামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির কারণে পুকুরের জল একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। পিছলও ছিল। সেই সময় হঠাৎ করে এক বন্ধু জলে পড়ে যায়। তাঁকে বাঁচাতে হাত বাড়ায় আরও একজন। কিন্তু সে নিজেও জলে তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।

    দেখেই ঘটনাস্থলে থাকা তৃতীয় বন্ধু চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে যান, কিন্তু বাঁচানোর চেষ্টা করেও তাঁদের দুই বন্ধুকে বাঁচানো যায়নি। স্থানীয়রা এরপর এদের দুজনকে জল থেকে তুলে লিলুয়ায় রেলের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)