• নিম্নচাপে উপকূলের দুর্বল বাঁধ আরও বেহাল
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার বেলা গড়াতেই সুন্দরবন উপকূলের আকাশ কালো মেঘে ঢেকে যায়। দফায় দফায় দিনভর হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলে। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। তবে উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ছিল।

    খারাপ আবহাওয়ার জেরে উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। মৎস্যজীবীরা সমুদ্রে গেলেও উত্তাল সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগরের উপকূলে বেহাল নদী এবং সমুদ্র বাঁধে মেরামতের কাজ নতুন করে নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে। মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা না থাকলেও খারাপ আবহাওয়ার কারণে অধিকাংশ ট্রলার সুন্দরবনের বিভিন্ন ঘাটে ফিরে এসেছে।

    গত দু’মাসে একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি এবং কটালের জেরে জলস্তর বেড়ে জলোচ্ছ্বাসের ফলে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের একাধিক মাটির বাঁধ আরও বেহাল হয়ে পড়েছে। বেহাল বাঁধগুলোর উপরে নজর রাখছে সেচ দপ্তর। পর্যটন কেন্দ্রগুলোর উপরে বাড়তি নজর রাখছে প্রশাসন। বেলা বাড়তে বকখালি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জে পর্যটকদের সমুদ্র স্নানের উপর আলাদা করে নজরদারি শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পর্যটকদের সচেতন করার জন্য প্রতিনিয়ত মাইকে প্রচার চালানো হচ্ছে।

    সম্প্রতি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছিল সুন্দরবন উপকূল এলাকার পানের বরজ, ধান ও সব্জির খেত। এলাকার কৃষকদের ধান, সব্জির খেত ও পানের বরজ থেকে বৃষ্টির জমা জল বের করার জন্য ড্রেন তৈরির পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর। কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ ধানজমি জলমগ্ন হয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকেরা।

    কাকদ্বীপ মহকুমার সহকারী কৃষি অধিকর্তা প্রশাসক বরুণকৃষ্ণ কুণ্ডু বলেন, ‘ক্রমাগত বৃষ্টি চলছে। যদিও জমা জল বেশিরভাগ জায়গায় বেরিয়ে যাচ্ছে। বৃষ্টির জল যদি পাঁচ দিনের বেশি জমে থাকে, ধান চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের দপ্তরের ফিল্ড ওয়ার্কাররা পর্যবেক্ষণ করছেন।’

    ইতিমধ্যে নামখানা ব্লকে ১০০ হেক্টর চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। এর মধ্যে কুড়ি শতাংশ ধান চাষ নষ্ট হয়ে যেতে পারে। পাথরপ্রতিমার গোবর্ধনপুর ও গঙ্গাসাগরের উপকূলে সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ চলার মধ্যেই নতুন করে খারাপ আবহাওয়ার জেরে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হওয়ায় মেরামতের কাজ ব্যাহত হচ্ছে।

  • Link to this news (এই সময়)