• সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বিপত্তি, চন্দ্রকোনায় পিক আপ ভ্যান উলটে প্রাণহানি
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • সম্যক খান, মেদিনীপুর: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উলটে গেল পিক আপ ভ্যান। শনিবার সকালের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। জখম বহু। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়ক। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    শনিবার সকালে বেশ কয়েকজন শ্রমিক পিক আপ ভ্যান চড়ে যাচ্ছিলেন। চন্দ্রকোনা রোড থেকে শালবনির দিকে যাচ্ছিলেন তাঁরা। ৬০ নম্বর জাতীয় সড়কের গুয়াইদহ এলাকায় কুবাই ব্রিজে ওঠা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা এক সাইকেল আরোহী পিক আপ ভ্যানের সামনে চলে আসে। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক কষে। তাতেই উলটে যায় পিক আপ ভ্যান।

    ঘটনাস্থলে শেখ সামিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৩ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রত্যেকের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতালে ছুটে যান বিধায়ক সুজয় হাজার এবং প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দু’জনেই নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক সুজয় হাজরা বলেন, “চন্দ্রকোনা রোডের গুয়াইদহ এলাকায় পিক আপ ভ্যান চড়ে আসছিলেন অনেকে। তাঁদের কেউ রাজমিস্ত্রি, কেউ জোগাড়ের কাজ করেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।” ওই পিক আপ ভ্যানটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)