স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ, ৭ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ
দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৫
স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ। ৭ জনের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ কল্যাণী এডিজে আদালতের। ঘটনাটি ঘটে ৩০ অক্টোবর,২০২৪, বুধবার। ভোরবেলা উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া স্টেশন থেকে নদিয়ার কল্যাণীর দিকে রেললাইন ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী।
অভিযোগ,সেই সময় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর অবস্থিত রেল ব্রিজের নিচে ৮-১০ জন যুবক দম্পত্তির পথ আটকায়। অভিযোগ, এরপর অভিযুক্তরা বিবাহিতা তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেল ব্রিজের তলায় এক ঘন জঙ্গলে। সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর কল্যাণী থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু প্রমাণের অভাবে ১ জনকে বেকসুর খালাস করে আদালত।
রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘কল্যাণী থানার অন্তর্গত জোনপুর ওভারব্রিজের নিচে এই ঘটনাটি ঘটে। স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এবং স্বামীকে হেনস্থা করা হয়। নির্যাতিতার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রথমে ৮ জনকে গ্রেফতার করা হয়। ১৬ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়। ৮ জনের মধ্যে ৭ জনের সাজা ঘোষণা করা হয়েছে। প্রমাণের অভাবে ১ জনকে বেকসুর খালাস করে আদালত। এটা কল্যাণী পুলিশের বিরাট সাফল্য।’
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর বাড়ি উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া এলাকায়। অভিযুক্তদের বাড়িও কাঁচরাপাড়া এলাকায়। কিন্তু ঘটনাটি ঘটে কল্যাণী থানার অধীনে। বিবাহিতা তরুণীর অভিযোগ পাওয়ার পর ঘটনার দিনই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর কল্যাণী আদালতে চলছিল মামলা। শুক্রবার ৭ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় কল্যাণী এডিজে আদালত। সাজা ঘোষণার পর এই কেসের তদন্তকারী অফিসার এসআই শুভ দেবকে পুরস্কৃত করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ ধাপোলা। প্রশংসিত হন কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডা।
সরকারি আইনজীবী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, এই গণধর্ষণ মামলায় কল্যাণী এডিজে আদালত বৃহস্পতিবার ৭ জনকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার দোষীদের ২০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করেন কল্যাণী এডিজে শ্রী সুবের্থি সরকার। ৭০(১) গণধর্ষণ, ৭৮(২) স্টকিং, ১২৬(২) আটকে রাখা, ৩৫১(৩) ভয় দেখানো ধারায় দোষীদের ২০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। এটা বিরাট সাফল্য।