শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় ৬০নং জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে বিপত্তি। মৃত ১ এবং আহত কমপক্ষে ১০। মৃতের নাম সামিম মণ্ডল (২১)। দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র রেফার করা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পিকআপ ভ্যানে চেপে একদল শ্রমিক কাজে যাচ্ছিলেন। চন্দ্রকোনা রোডের দিক থেকে শালবনির দিকে যাচ্ছিল পিকআপ ভ্যান। সেই সময়েই ডুকি এলাকার ৬০নং জাতীয় সড়কে নবনির্মিত কুবাই ব্রিজে ওঠার মুখেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার বিকট আওয়াজে ছুটে যান এলাকাবাসী। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে সামিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, আট জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বাকিদেরও রেফার করা হতে পারে বলে শালবনি হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। সুজয় হাজরা বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। শ্রমিকরা চন্দ্রকোনা রোডের গুয়াইদহ এলাকা থেকে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কেউ রাজমিস্ত্রি, আবার কেউ জোগাড়ের কাজ করেন।’