• ভিনরাজ্যে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য রাজ্যের...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ চলছে লাগাতার। একের পর এক অভিযোগ সামনে আসতেই, সরব রাজ্যের শাসক দল। রাজ্যর মুখ্যমন্ত্রী শুরু থেকেই সাফ জানিয়েছেন, এই পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছেন তিনি। রয়েছে বাংলার সরকার। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁদের সাহায্যার্থে নয়া প্রকল্পের ঘোষণা করেছেন। 

    এর মাঝেই হাবড়া থানার আনোয়ারবেড়িয়া গ্রামের মত পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষদস্তিদার রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত শ্রমিকের মা সালেহা বিবির হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫২ বছর বয়সি গোলাম মণ্ডল রুটি- রুজির সন্ধানে দীর্ঘদিন ধরে মুম্বইয়ে কাজ করছিলেন। একটি জিম সেন্টারে ঝাড়ুদারের চাকরি পেয়েছিলেন তিনি।

     অভিযোগ, চলতি বছরের ৯ জুন গভীররাতে মুম্বই পুলিশ তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। টানা পাঁচদিন আটক করে রেখে তাঁর উপর অমানবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পরিবারের। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে মেয়ে-জামাই হাবড়ায় ফিরিয়ে আনেন। ভর্তি করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।  কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়। গত ২৪ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় গোলামকে ভর্তি করা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়।

    শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবারের ক্ষোভ ও শোকের আবহে হাবড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। সাংসদ কাকলি ঘোষদস্তিদার এই প্রসঙ্গে জানান, মানবিকতার খাতিরে ও রাজ্যের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। মৃত শ্রমিকের পরিবারের ভবিষ্যতের জন্য এই সাহায্য। গোলাম মণ্ডলের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্ৰ আনোয়ারবেড়িয়া এলাকায়। তবে সরকারি সাহায্য কিছুটা হলেও পরিবারের দুঃখ লাঘব করবে বলে আশা স্থানীয়দের।

    ভিন রাজ্যে ক্রমাগত হেনস্থার শিকার বাংলাভাষীরা, গত কয়েকদিনে বারে বারে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জুলাইয়ের শেষে  'বাঙালি হেনস্থা' রুখতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন তিনি। ১৮ আগস্ট, সোমবার বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেন মমতা। ঘোষণায় মমতা জানান, রাজ্য সরকার চালু করতে চলেছে নয়া প্রকল্প 'শ্রমশ্রী।' মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন রাজ্যে, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপর পরিকল্পতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাঁকে অপরাধী হিসেবে  চিহ্নিত করা হচ্ছে।' বলেন, 'বাংলার পরিযায়ী শ্রমিক, যাঁরা বাংলার বাইরে কাজ করছেন, তাঁদের ফিরিয়ে এনে, যাঁরা আসতে পারবেন, আসতে চান, তাঁদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। এই পরিকল্পনার নাম দিয়েছি শ্রমশ্রী।'  

    কী কী সুবিধা পাবেন তাঁরা, সেকথা বলতে গিয়ে মমতা জানান, 'এই প্রকল্পের মূল উদ্দেশ্য, পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাঁদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যাঁরা ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা-সহ আমরা পাঁচ হাজার টাকা দেব। ফিরে আসার পর, বারো মাস, অর্থাৎ এক বছর, নতুন কাজে ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।' 
  • Link to this news (আজকাল)