• যাওয়ার আগে শেষ ধাক্কা দিয়ে যাচ্ছে বর্ষা, সপ্তাহান্তে দুর্যোগে ভাসবে বাংলা, কোথায় কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা?...
    আজকাল | ২৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির, কোটা, গুনা, দামোহ, পেন্দ্রা রোড, সম্বলপুর, পুরী হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের কেন্দ্রে বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে আসা বাতাস ও আর্দ্রতার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় প্রভাব পড়ছে। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় সক্রিয় ছিল বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দার্জিলিঙের সূর্যসেন মহাবিদ্যালয়ে ১৩ সেন্টিমিটার, জলপাইগুড়ির নওরানুড্ডি চা-বাগানে ১২ সেন্টিমিটার এবং শিলিগুড়িতে ১১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও চা-বাগান এলাকায় ১০ সেন্টিমিটার থেকে ৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গেও হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আজ, শুক্রবার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ৩০ আগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩১ আগস্ট উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। সতর্কবার্তা জারি করা হয়েছে পর্যটক এবং স্থানীয়দের জন্যও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার হলুদ সতর্কতা।

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়ায় আজ হলুদ সতর্কতা। এই সব জেলাতেই, হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনি রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। তবে এখন আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর মৌসম ভবন সূত্রে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর, খাস কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাকবে ৩০.৮ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
  • Link to this news (আজকাল)