• শাহের বিরুদ্ধে মন্তব্য, মহুয়ার নামে ডায়েরি
    আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৫
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় পুলিশে অভিযোগ হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। গত সোমবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়াকে বলতে শোনা যায়, “যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা শয়ে-শয়ে, লাখে-লাখে, কোটিতে-কোটিতে ভরে যাচ্ছে, যে আমাদের মা-বোনেদের উপরে চোখ দিচ্ছে, আমাদের ভূমি কেড়ে নিচ্ছে, তা হলে ....।”

    বুধবার রাতে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া আহ্বায়ক সন্দীপ মজুমদার পুলিশের কাছে মহুয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুন করার পরিকল্পনা’ নিয়ে অভিযোগ জানান। পুলিশ তা সাধারণ ডায়েরি হিসাবে নথিভুক্ত করেছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “অনুপ্রবেশ নিয়ে মহুয়ার বক্তব্য ঠিক। তবে বক্তব্যের দ্বিতীয় অংশ তাঁর ব্যক্তিগত মত। স্বরাষ্ট্র মন্ত্রক মহুয়াকে যে অসম্মান করেছে, সে কথা ভুললেও চলবে না।” মহুয়া ধরেননি, মোবাইল-বার্তারও জবাব দেননি।
  • Link to this news (আনন্দবাজার)