• ‘পুশ-ইন’ নিয়ে বৈঠকে সরব বিজিবি, পাল্টা বিএসএফেরও
    আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৫
  • বিএসএফ এবং বিজিবি-র চার দিনের ডিজি পর্যায়ের বৈঠক আজ শেষ হয়েছে ঢাকায়। তার পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে ‘পুশ-ইন’ অর্থাৎ বহু মানুষকে জোর করে ভারত থেকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিজিবি-রডিজি মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন। বিএসএফের বিবৃতিতে অবশ্য এই প্রসঙ্গের উল্লেখ নেই। তবে সূত্রের বক্তব্য, বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধরি জানিয়ে দিয়েছেন, অবৈধ ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদেরই নির্দিষ্ট প্রক্রিয়া মারফত বিজিবি-র হাতে তুলে দেওয়া হচ্ছে।

    সাম্প্রতিক কালে একাধিক রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখও ছিলেন সেই তালিকায়। বিজিবি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় এবং ঘর ছাড়তে বাধ্য হওয়া মায়ানমারের নাগরিকদের বিএসএফ বেআইনি ভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ায় বিজিবি-র ডিজি উদ্বেগ জানিয়েছেন।’ বিএসএফ সূত্রের বক্তব্য, দলজিৎ পাল্টা জানিয়েছেন, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করা হচ্ছে। ডিজি বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ৫৫০ জনকে ফেরানো হয়েছে। বাংলাদেশের হাই কমিশনের সাহায্যে আরও ২৪০০ জনের যাচাই-প্রক্রিয়া চলছে।’’ বিএসএফের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ফেরত নিতে টালবাহানা করছে বিজিবি-ই।

    সূত্রের দাবি, বিএসএফ বাংলাদেশের একটি শিশুকে দিনের আলোয় গুলি করে মেরেছে বলে অভিযোগ তুলে বিজিবি-র তরফে বৈঠকে বলা হয়, ‘‘একটি শিশুও আপনাদের কাছে বিপজ্জনক?’’ জবাবে বিএসএফের তরফে বলা হয়, একটি কিশোর মারা গিয়েছিল, শিশু নয়। ১৭ বছরের কিশোর কি চোরাচালানে যুক্ত হতে পারে না? আর নিজে আক্রান্ত না হলে বিএসএফ কখনওই গুলি চালায় না।

    বেশ কয়েক মাস আগে সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে বিরোধ বেধেছিল বিএসএফ ও বিজিবি-র। এ দিন বিজিবি-র বিবৃতিতে বলা হয়েছে, আগাম অনুমোদন ছাড়া জ়িরো লাইনের ১৫০ গজের মধ্যে কোনও নির্মাণকাজ না চালানোর বিষয়ে একমত হয়েছে দুই বাহিনী। তবে সূত্রের দাবি, বিএসএফের তরফে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তো অপরাধমূলক কাজকর্ম রুখতে বেড়া দিয়েছে, ক্যামেরাও বসিয়েছে। বিজিবি-র তরফে চোরাচালান বা অপরাধ রুখতে তেমন পদক্ষেপ চোখে পড়ছে না। এ দিকে বাংলাদেশের সংবাদমাধ্যম সীমান্ত সমস্যা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)