রাজ্যের পাশাপাশি কেন্দ্রের রাজনীতিতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন পর্যায়ে পি ভি নরসিংহ রাও, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংহেরা প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রের মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সেই কাজের অভিজ্ঞতা নিয়েই এ বার ‘কে কেমন ছিলেন’ শীর্ষকে বই লিখবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বৃহস্পতিবার বর্তমান কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা। সেই সূত্র ধরেই তাঁর বক্তব্য, “সাত বার সাংসদ হয়েছি। দু’বার রেলমন্ত্রী, কয়লামন্ত্রী, ক্রীড়া ও যুবকল্যাণ, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ছিলাম।” তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কী কী গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, তা-ও উল্লেখ করেছেন মমতা। তার পরেই বলেছেন, “আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এ বার একটা বইও লিখব, ‘কে কেমন ছিলেন’। যাঁকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। পরবর্তী বইমেলায় বইটা বেরোবে।” প্রসঙ্গত, প্রতি বছর কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ে নিজের বইও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫৩টি বই লিখেছেন।