• তৃণমূলের আসন বাড়বে বিধানসভা ভোটে, ঘোষণা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২৯ আগস্ট ২০২৫
  • বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। এ ধরনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কখনও করেননি। আসন সংখ্যা নিয়ে কোনও ভবিষ্যদ্বাণীও তিনি সাধারণত করেন না। ‘জিততে হবে’ এই ধরনের মন্তব্যই মমতাকে করতে শোনা যায়। বরং দেখা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে আসনসংখ্যা বাড়ার কথা ঘোষণা করে থাকেন। এদিনও তিনি দাবি করেছেন, বিজেপি ৫০টির বেশি আসন টপকাতে পারবে না। ২০২৪-এ গত লোকসভা নির্বাচনের আগেও অভিষেক বলেছিলেন, ২০১৯ সালের চেয়ে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল। কার্যত দেখা গিয়েছিল, তার চেয়ে অনেক বেশি আসন পেয়েছিল তৃণমূল।

    পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ে বিধানসভা নির্বাচন হলে এখনও প্রায় সাত মাস বাকি। কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আর এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করলেন যে, বিধানসভা ভোটে তৃণমূলের আসন বাড়বে। তিনি বলেছেন, ‘বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বেও না। কারও সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে, দোয়ায়, জয় জোহারে। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট আমাদের বাড়বে। কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব।’

    এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা না মিললেও একাধিক নেতার বক্তব্য, মমতার এই আত্মবিশ্বাস বা আসন বৃদ্ধির ঘোষণার অন্যতম কারণ সরকারি পরিষেবা। এখন রাজ্যের প্রায় প্রতিটি বাড়িতেই মমতা সরকারের সুবিধাভোগী সদস্য রয়েছেন। এছাড়াও সংখ্যালঘুদের সমর্থন আরও মজবুত হয়েছে বলে মনে করে তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)