প্রশ্ন ফাঁস, এসআই নিয়োগের পরীক্ষা বাতিল হাইকোর্টের
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
জয়পুর: প্রশ্ন ফাঁস হয়েছিল। সেই কারণে ২০২১ সালের রাজস্থানের সাব ইনসপেক্টর নিয়োগের পরীক্ষাই বাতিল করে দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টের বিচারপতি সমীর জৈনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। গত ১৪ আগস্ট এই মামলায় রায়দান স্থগিত রাখা হয়েছিল।
পরীক্ষা বাতিলের দাবিতে গত বছর ১৩ আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৈলাস চাঁদ শর্মা সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের সাফ অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়ে যায়। ওই নিয়োগ পরীক্ষা বাতিল না হলে যোগ্য পরীক্ষার্থীদের প্রতি অন্যায় করা হবে বলে কোর্টে সওয়াল করেন তাঁরা। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়, মাত্র ৬৮ জন পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তাঁদের মধ্যে ৫৪ জন ট্রেনি এসআই পদে রয়েছেন। ছ’জন নির্বাচিত প্রার্থী ও বাকিরা পলাতক। তদন্ত চলাকালীন নিয়োগ পরীক্ষা বাতিল করা উচিত হবে না বলেও জানান সরকারি কৌঁসুলি। পাশাপাশি আরও বেশ কয়েকজন নির্বাচিত প্রার্থীও পরীক্ষা বাতিল না হওয়ার পক্ষে মত দেন আদালতে। জানান, অনেকেই আগের সরকারি চাকরি ছেড়ে এই পদে যোগ দিয়েছেন। এই মুহূর্তে পরীক্ষা বাতিল হলে, কোথায় যাবেন তাঁরা? সরকার জানায়, পুরো পরীক্ষা বাতিল না করে যাঁরা বেনিয়মের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদিও কোর্ট সাফ জানিয়েছে, গোটা পরীক্ষাই বাতিল করা হচ্ছে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা সবথেকে গুরুত্বপূর্ণ। তা নিয়ে প্রশ্ন উঠলে, প্রক্রিয়া বাতিল করাই উচিত।’ সরকারের পক্ষে আইনজীবী জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করা হবে।