পাটনা: ডাইনি সন্দেহে বিহারে আক্রান্ত দম্পতি। এই ঘটনায় অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ন’জন মহিলা সহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
বিহারের পঞ্চুগড় মুসাহারি গ্রামের দম্পতি গয়া মাঝি (৫৫) ও তাঁর স্ত্রী সমুদ্রী ‘ডাইনিবিদ্য চর্চা’ করতেন বলে সন্দেহ ছিল গ্রামবাসীদের। গত বুধবার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল মোহন মাঝি। আচমকা মিউজিক সিস্টেমে গণ্ডগোল হওয়ায় সন্দেহের মুখে পড়েন গয়া ও সমুদ্রী। তাঁরাই কালোজাদু করে মিউজিক সিস্টেমে গণ্ডগোল বাধিয়েছে বলে ধরে নেয় প্রতিবেশীরা। এরপরই দম্পতির বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। তাঁদের বাইরে হিড়হিড় করে টেনে এনে বেধড়ক মারধর করা হয়। সকাল আটটা নাগাদ ফোন যায় পুলিসের কাছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে গয়ার মৃতদেহ উদ্ধার করে। সমুদ্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল অভিযুক্তরা।