• রেল বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেল বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে রয়েছেন সতীশ কুমার। আগামী ৩১ আগস্ট তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে জারি হল নতুন বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, 

    আগামী ১ সেপ্টেম্বর থেকে সতীশ কুমারের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। রেল বোর্ড সূত্রে খবর, দেশের প্রথম হাইস্পিড ট্রেন (বুলেট ট্রেন) না চলা পর্যন্ত সংশ্লিষ্ট টিম অপরিবর্তিত রাখতে চাইছে কেন্দ্র। আগামী এক বছরের মধ্যে গুজরাত-আমেদাবাদের মধ্যবর্তী কিছুটা অংশে হাইস্পিড ট্রেন পরিষেবা চালু করতে মরিয়া মোদি সরকার।
  • Link to this news (বর্তমান)