• ট্রাম্পের এক হুমকিতেই মোদির টায়ারের হাওয়া বেরিয়ে গিয়েছে, কটাক্ষ রাহুলের, প্রধানমন্ত্রীর মাকে অপমানের অভিযোগ বিজেপির
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • পাটনা: বারবার ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যকে কখনও সরাসরি খারিজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়ে আগেও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। বুধবার সেই আক্রমণকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। বিহারের দ্বারভাঙ্গায় এক জনসভায় তিনি বলেছেন, ‘ভেবে দেখুন আমাদের প্রধানমন্ত্রী কেমন মানুষ? প্রায়ই ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে আস্ফালন করেন। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, অপারেশন সিন্দুরের সময় তিনি মোদিকে ফোন করে চব্বিশ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে বলেন। আর তাতেই মোদির টায়ারের হাওয়া বেরিয়ে গেল। পাঁচ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ পালন করলেন।’ কংগ্রেস নেতার সাফ ইঙ্গিত, এতেই প্রমাণিত হয় মোদি একজন কাপুরুষ। এই নিয়ে সংসদেও প্রশ্ন করেছিলেন রাহুল। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বললাম তিনি নিজ মুখে বলুন, ট্রাম্প ধাপ্পাবাজ। তিনি এই নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না।’

    বিহারে নির্বাচন কমিশনের এসআইআরের ধাক্কায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এরপরেই ভোটচুরির অভিযোগ করে বিহারজুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’য় নেমেছেন রাহুল। তাঁর মতে, গুজরাত মডেল সামনে এনে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। সবই ভোটচুরির ফসল। 

    এদিকে রাহুলের যাত্রা থেকে প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার সকালেই এই নিয়ে এক্স হ্যান্ডলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে লেখা হয়, ‘অপমান, অবমাননা এবং রুচিহীনতার সব সীমা অতিক্রম করে গিয়েছে।’ বিজেপির পক্ষ থেকে অবশ্য কোনও ভিডিও প্রকাশ করা হয়নি। তবে এই সংক্রান্ত একাধিক ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বোন প্রিয়াঙ্কা এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে যখন মোটর সাইকেলে রওনা হচ্ছেন রাহুল, তখনই বাইরে থেকে প্রধানমন্ত্রীর মায়ের নাম করে অবমাননাকর শব্দ ভেসে আসছে। বিজেপির অভিযোগ, রাহুল এবং তেজস্বীর মদতেই এটা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)