ভোটমুখী বিহারে তিন পাক জঙ্গির অনুপ্রবেশ, জারি হল হাই অ্যালার্ট, নাম-স্কেচ প্রকাশ
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
পাটনা: ভোটমুখী বিহারে নাশকতার ছক! আরারিয়া জেলার ভারত-নেপাল সীমান্ত দিয়ে বিহারে ঢুকে পড়েছে তিন পাকিস্তানি জঙ্গি। প্রত্যেকেই মাসুদ আজহারের সন্ত্রাসবাদী সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদস্য। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পর রাজ্যজুড়ে জারি হয়েছে ‘হাই-অ্যালার্ট’। বৃহস্পতিবারই সন্দেহভাজন তিন জঙ্গির নাম ও স্কেচ প্রকাশ করেছে বিহার পুলিস। জানা গিয়েছে, জয়েশ-ই-মহম্মদের সন্দেহভাজন তিন জঙ্গির নাম হাসনাইন, আদিল ও উসমান। হাসনাইনের বাড়ি পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে। আদিল উমরকোট এবং উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। অপারেশন সিন্দুরে এই বাহওয়ালপুরেই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বিহারে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু কেন্দ্রীয় নেতামন্ত্রীর। ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ উপলক্ষ্যে এই মুহূর্তে নীতীশ কুমারের রাজ্যেই রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপাল সীমান্ত লাগোয়া সীতামারি, মোতিহারি ও বেতিয়া সহ বিভিন্ন জেলায় রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি। ফলে সামগ্রিকভাবে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।
জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্য পুলিসের সদর দপ্তর থেকে বিহারজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্রে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিসকে। বিহার পুলিসের ডিজি বিনয় কুমার একথা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বুদ্ধগয়ার মহাবোধি মন্দির কমপ্লেক্স, রাজগীরের বিশ্বশান্তি স্তূপ, মহাবীর মন্দির ও তখত শ্রীহরিমন্দির, পাটনা সাহিবের মতো তীর্থস্থান এবং বিমানবন্দরগুলিতেও।