• বাড়ি থেকে নথি চুরি করেছে ইডি! দিল্লির উপরাজ্যপালকে তোপ প্রাক্তন মন্ত্রীর
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে বিরোধী দলের বহু নেতার বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এবার সেই দলে আপ নেতা সৌরভ ভরদ্বাজ। বুধবার ইডি এবং দিল্লির উপরাজ্যপাল দুইয়ের বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। সৌরভের দাবি, তাঁর বাড়ি থেকে নথি চুরি করেছে ইডি।

    প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো মামলা করে দিল্লির উপরাজ্যপাল তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। দিল্লিতে আপের শাসনকালে স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পে কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই অভিযোগের তদন্ত চলছে। সেই মামলার ভিত্তিতেই তল্লাশি অভিযানে নামে ইডি।

    সৌরভ জানিয়েছেন তাঁর বাড়িতে অভিযান চালানোর পরে ইডি তাঁর বক্তব্য রেকর্ড করে। ৪৩টি প্রশ্ন করা হয় তাঁকে। আপের মুখপাত্রের দাবি, তাঁর বক্তব্য কাউকে পাঠানো হয় এবং কিছুক্ষণ পরে তাঁকে নিজের বক্তব্যের একটি অংশ বাদ দিতে বলা হয়। তাঁর আরও অভিযোগ, ইডি তাঁর বাড়ি থেকে নথি চুরি করেছে এবং নিজেদের মনগড়া বক্তব্যে তাঁকে সই করতে বাধ্য করেছে। সৌরভের অভিযোগ তাঁর পরিবারকে হুমকি দিয়েছে ইডি। সই না করলে সৌরভকে গ্রেপ্তার করার ভয় দেখানো হয় বলে জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়ি-সহ ১৩ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। হাসপাতাল নির্মাণে বিরাট দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে এই তল্লাশি। দিল্লিতে আপের সরকার চলাকালীন ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়। কথা ছিল ৬ মাসের মধ্যে আইসিইউ বেড-সহ হাসপাতালগুলি নির্মাণ হবে। তবে এতদিন পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ খরচ হয়ে গিয়েছে ৮০০ কোটির বেশি। স্বাস্থ্য ক্ষেত্রে ব্যপক দুর্নীতির অভিযোগে গত জুন মাসে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন শাখা।

    ২০২৪ সালের ২২ আগস্ট দিল্লি বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল দিল্লির স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতি করেছেন আপ নেতারা। সেখানেই সত্যেন্দ্র জৈন ও সৌরভ ভরদ্বাজের নাম উঠে আসে।
  • Link to this news (প্রতিদিন)