•  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন ট্রেনের মধ্যেই পড়ুয়াদের উপর হামলা, স্টেশনে নেমে তুমুল বিক্ষোভ ...
    আজকাল | ২৯ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দিতে আসার পথে হামলার শিকার দুই তৃণমূল ছাত্র নেতা। লিলুয়া ও হাওড়ার মাঝে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনায় আক্রান্ত হয়েছেন ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তৃণমূল ছাত্র পরিষদের ওয়ার্ড সভাপতি অর্ণব রায়। তাঁর সঙ্গে আহত হয়েছেন আরেক ছাত্রনেতা সিদ্ধার্থ রায়। আহত অর্ণব ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের পুত্র বলে জানা যায়। অভিযোগ, তাঁরা যখন তাঁদের দলীয় স্লোগান দিচ্ছিলেন তখনই এই হামলার ঘটনা ঘটে।‌ ঘটনার পর ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার পর বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। হাওড়া স্টেশন থেকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাজা রায়কে। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে অর্ণবের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

    ঘটনা প্রসঙ্গে ডানকুনি পুরসভার কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলেই মেয়ো রোডে সভামঞ্চে যাচ্ছিলেন। সকাল ১১টা নাগাদ ট্রেনে হাওড়া আসছিলাম। কিন্তু হাওড়ায় আসার আগে লিলুয়া স্টেশনে ঢোকার আগে হঠাৎ একজন আচমকাই আক্রমণ করে বসে দলীয় কর্মীদের। অতর্কিতে আক্রমণের ফলে আঘাত পান ওই দু'জন। আক্রমণকারী এরপর এত দ্রুত এলাকা থেকে চম্পট দেয় যে তাকে ধরার চেষ্টা করেও সম্ভব হয়নি। ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, তাঁদের অনুমান বিজেপির কেউ এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা গোষ্ঠী কোন্দলের ফল। 

    যদিও ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হাওড়া শহরাঞ্চলের যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র বলেন, 'শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আমাদের দলের দুই ছাত্রনেতাকে এভাবে আক্রমণ করেছে বিজেপি। আমরা গণতান্ত্রিকভাবেই এর প্রতিবাদ করব।' এদিন আহত ছাত্রকে দেখতে এসএসকেএম হাসপাতালেও যান কৈলাশ।

    মেয়ো রোডের এই সভা থেকে এদিন একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।‌ বিজেপিকে আক্রমণ করে তিনি জানান, তৃণমূল বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না। বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন আরও বাড়বে। বিজেপি গরীবের অধিকার কেড়ে নিলেও তৃণমূল তাঁদের হৃদয়ে স্থান দেয়। অভিযোগ করে এদিন মমতা বলেন, বাংলাকে বদনাম করার জন্য টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে। ক্ষুদিরামকে বলা হল সিং। সেইসঙ্গে বামেদের প্রতি আক্রমণ হেনে তিনি বলেন, নির্লজ্জ বামপন্থীগুলো এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। 

    এদিন মমতা জানান, কেউ যদি সার্ভে করতে আসে তবে যেন কেউ নিজের কোনো তথ্য না দেয়। 'ললিপপ সরকার' বিডিও এবং পুলিশকে ভয় দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। 

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের লক্ষীর ভান্ডার আছে। আপনাদের দুর্নীতির ভান্ডার আছে। সেইসব সামনে এনে আপনাদের সবাইকে পুরে দেব।' 

    এর পাশাপাশি দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওবিসি মামলা নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এর পাশাপাশি রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠার এই দিনে মমতা নতুন ও পুরনো সকল সদস্য ও সদস্যাকে অভিনন্দন জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)