• ঢালু রাস্তায় ট্রাক গড়িয়ে ভয়াবহ বিপত্তি! মুহূর্তে চূর্ণবিচূর্ণ গাড়ি, ভিডিও ভাইরালে চমকে উঠেছে নেটপাড়া
    আজকাল | ২৯ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: গাড়ির পেছনে খুব কাছাকাছি থাকা সাধারণত বড়সড় ঝক্কির কারণ হতে পারে। এটি অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে তখন যখন সামনে একটি ভারী ট্রাক থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও এই ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট গাড়ি একটি বড় ট্রাকের ঠিক পেছনে খুব কাছ থেকে যাচ্ছিল। ঘটনাটি ঘটে একটি ঢালু রাস্তায়। দেখা যায় হঠাৎ করে ট্রাকটি পেছন দিকে গড়াতে শুরু করে। তবে ঘটনার জেরে এখনও পরিষ্কার নয় যে চালক ইচ্ছাকৃতভাবে পেছনের দিকে যাচ্ছিলেন, নাকি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

    এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। কারণ ট্রাকটির ঠিক পেছনে একটি ছোট গাড়ি যাচ্ছিল। ঘটনার জেরে গাড়িটি আটকা পড়ে যায়। বিশাল ট্রাক যখন রাস্তা দিয়ে গড়িয়ে আসে, তখন সেটি ছোট গাড়িটিকে প্রায় চূর্ণবিচূর্ণ করে ফেলে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ছোট গাড়ির এক পাশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই ঘটনা কতটা বিপজ্জনক তা ভিডিওতে স্পষ্ট।

    জানা গিয়েছে, এই ঘটনার সম্পূর্ণ ভিডিও ধারণ করা হয় আরেকটি গাড়ির ড্যাশক্যামে। গাড়িটি দুর্ঘটনাস্থলের একটু পেছনে চলছিল। ভিডিওতে দেখা যায়, ছোট গাড়ির চালক দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন এবং প্রথমে সে ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পর, ট্রাকটি আচমকাই থেমে যায় এবং তারপর ধীরে ধীরে পেছন দিকে গড়াতে শুরু করে। 

    এত দ্রুত ঘটনাটি ঘটে যায় যে গাড়ির চালকের প্রতিক্রিয়া জানানোর মত বেশি সময় ছিলনা। এমনকী সে পেছনে সরার আগেই ট্রাকটি গাড়ির ওপর উঠে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে, চালক দরজা খুলে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি।

    এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একজন মন্তব্য করে বলেন, 'একটা সহজ নিয়ম মনে রাখুন: যদি আপনি ট্রাকের সাইড মিরর দেখতে না পান, তাহলে ট্রাকচালক আপনাকে দেখতেও পারছেন না।'  অন্য একজন লেখেন, 'প্রথম ধাক্কায় ট্রাকচালক বুঝতে পেরেছিলেন যে পেছনে কিছু আছে, তবুও পেছন দিকে যাওয়া বন্ধ করেননি।' আরেকটি মন্তব্যে বলা হয়, 'ট্রাকটি রিভার্স দেয়নি। এটি অতিরিক্ত ভারী ছিল এবং ঢালু রাস্তায় তার ব্রেকের চাপ শেষ হয়ে গিয়েছিল, তাই থামতে পারেনি। যারা এটি বোঝে না, তারা সড়কে কখনও পর্যাপ্ত সময় কাটায়নি।'

    আরেকজন উল্লেখ করেন, 'সবসময় যথেষ্ট দূরত্ব রেখে চলুন যাতে জরুরি মুহূর্তে পেছনে সরে যাওয়ার সুযোগ থাকে।' একজন তো মজা করে বলেন, 'ট্রাকগুলিকে সবসময় ফাইনাল ডেস্টিনেশন ( Final Destination) সিনেমার লগ ট্রাকগুলোর মতো ভাবুন। তাদের কাছ থেকে দূরে থাকুন, অপ্রত্যাশিত কিছু ঘটবে ধরেই চলুন। ট্রাকের ব্রেক নষ্ট ছিল, গাড়িটি পুরনোও দেখাচ্ছে, ধীরে ধীরে গড়াচ্ছিল। যদি পেছনের গাড়িটি একটু দূরে থাকত, তাহলে হয়তো সময় মতো পেছনে গিয়ে রক্ষা পেত।'

    অন্য একজন ঘটনার জেরে মন্তব্য করে বলেন, 'যখন বড় ট্রাকগুলো ভারী মাল নিয়ে ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে উঁচু রাস্তায় ওঠে, তখন গিয়ার বদলানোর টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সময়মতো সঠিক গিয়ারে না উঠলে ট্রাক পেছনে গড়াতে শুরু করে, আর অতিরিক্ত ভারের কারণে শুধুমাত্র ব্রেকে থামানো যায় না।'

    বড় ট্রাকগুলোর একাধিক ব্লাইন্ড স্পট থাকে যেখানে ছোট গাড়িগুলো সহজেই অদৃশ্য হয়ে যায় চালকের চোখ থেকে। উপরন্তু, এ ধরনের ভারী যানবাহনকে জরুরি অবস্থায় থামাতে অনেক বেশি জায়গা ও সময় প্রয়োজন হয়। তাই, ট্রাকের খুব কাছাকাছি থাকা কখনওই নিরাপদ নয়। তাই সবসময়ই নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিৎ।
  • Link to this news (আজকাল)