বাসের গায়ে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা নিয়ে ধুন্ধুমার, দুর্গাপুরে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মিনি বাসে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা নিয়ে অশান্তিতে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর। অভিযোগ, ওই লেখা ঢেকে দিয়েছেন বাংলা পক্ষের কর্মীরা। তাতেই বিশ্ব হিন্দু পরিষদ তাঁদের গ্রেপ্তারির দাবি তুলে থানা ঘেরাও করেছে। বৃহস্পতিবার এনিয়ে ধুন্ধুমার দুর্গাপুর থানা এলাকা। দু’পক্ষের ধস্তাধস্তি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়।
বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। ঘেরাও চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি হয়। পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। পরে বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল জেলা সভাপতি মণীশ কুমার শর্মা বলেন, “বাংলা পক্ষ মিনি বাসে লেখা ‘জয় শ্রীরাম’ লেখার উপর কাগজ লাগিয়ে দিয়েছে। বাংলা পক্ষ সনাতনী ধর্মকে আঘাত করেছে। তাই আমরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে এখানে এসেছি। পুলিশ এফআইআর না নিলে আদালতে যাব।”
কয়েকদিন আগেই মিনিবাসে ‘জয় শ্রীরাম’ লেখা নিয়ে উত্তাল হয় শিল্পতালুকের রাজনীতি। বি জোন রুটের একটি মিনিবাসের সামনের কাঁচে হিন্দিতে লেখা ছিল ‘জয় শ্রীরাম’। এর বিরোধিতায় সরব হন বাংলা পক্ষের সদস্যরা। তাঁরা জোর করে ওই লেখা ঢেকে দেয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। বাংলা পক্ষের সদস্যরা জানান, ”বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সম্মান করতে হবে। বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম।” এরপরেই শুরু হয় রাজনৈতিক অশান্তি। বিজেপির দাবি, বাংলা পক্ষ আসলে তৃণমূলের বি-টিম হিসেবে কাজ করছে। তাদের বিরুদ্ধে ভাষা ছেড়ে ধর্মীয় রাজনীতি করার অভিযোগও তোলে গেরুয়া শিবির।