শেখর চন্দ্র, আসানসোল: স্কুলের মিড ডে মিলে পচা মাংস কাণ্ডে শোকজ করা হল প্রধান শিক্ষককে। বৃহস্পতিবার জামুরিয়া ২ নম্বর ব্লকের স্কুলে যান ইন্সপেক্টর। তিনি সবটা খতিয়ে দেখেন। পড়ুয়া, মিড ডে মিলের রাঁধুনি, স্কুল শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারপরই শোকজ করা হয়েছে প্রধান শিক্ষককে।
ঘটনার সূত্রপাত গতকাল, বুধবার। অন্যান্য দিনের মতো এদিনও জামুরিয়ার বেলডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করা হয়। অভিযোগ, রান্নার লোক থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী নিজে মাংস কিনে আনেন। শুধু তাই নয়, স্কুল খোলার আগে একেবারে সকাল থেকে তিনি নিজেই রান্নার প্রক্রিয়া শুরু করে দেন বলেও অভিযোগ। এরপর যখন রান্না শুরু হয় সেই সময় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ পড়ুয়াদের। আর সেই গন্ধে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। এমনকী তীব্র গন্ধে বহু পড়ুয়া বমি পর্যন্ত করে বলে দাবি অভিভাবকদের। এমনকী মিড ডে মিলের রান্না করতে আসা মহিলারাও অসুস্থ হয়ে পড়েন।
এরপর জানা যায়, প্রধান শিক্ষক মঙ্গলবার রাতে ওই মাংস কিনে রেখেছিলেন। স্কুলেই তা রাখা ছিল। সম্ভবত তা পচে যাওয়ায় সবার নজর এড়িয়ে রান্নার প্রক্রিয়া প্রধান শিক্ষক শুরু করে দিয়েছিলেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত গোটা বিষয়টা খতিয়ে দেখে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।