• ‘নতুন’ জিএসটির হাত ধরেই ট্রাম্পের শুল্কবোমার ধাক্কা সামলাবে ভারত! আশাবাদী বিশ্লেষক মহল
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢেলে সাজানো হচ্ছে জিএসটির কাঠামো। তার জেরেই আমেরিকার শুল্কবোমা সামলে দেবে ভারত। এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। কেবল ডোনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কা সামাল দেওয়াই নয়, চলতি দশকে এশিয়ার সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতির তকমাও থাকবে ভারতের মাথাতেই, অনুমান বিশ্লেষক মহলের।

    বিএমআই নামে এক সংস্থার তরফে বলা হয়েছে, “চলতি দশকের শেষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে ৬ শতাংশের সামান্য বেশি। যদিও ২০১০-২০১৯ দশকে এই হার ছিল ৬.৫ শতাংশ। তারপরেই কোভিড অতিমারীর ধাক্কা নেমে আসে অর্থনীতিতে। কিন্তু সেই ধাক্কা সামলেও এশিয়ার বাজারগুলির মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে উন্নতি করা দেশের নাম ভারত। আগামী পাঁচ বছরে বাড়বে ভারতের জিডিপিও।”

    একই সঙ্গে সংস্থাটির দাবি, “আমাদের আগের সমীক্ষাগুলোতে অনুমান করা হয়েছিল, ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক চাপানোর ফলে চলতি অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হবে। কিন্তু সেই পূর্বাভাস সংশোধন করার দরকার আছে। ভারতের অর্থনীতি এই দুই অর্থবর্ষে যথাক্রমে ৫.৮ শতাংশ এবং ৫.৪ শতাংশ বৃদ্ধি পাবে।” বিএমআইয়ের আরও দাবি, নির্দিষ্ট কয়েকটি বিষয়ে যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে, মার্কিন শুল্কের ফলে যে ধাক্কা লাগতে চলেছে তা রুখে দেওয়া যাবে জিএসটির সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে।

    প্রসঙ্গত, নতুন জিএসটি ব্যবস্থা অনুযায়ী, ১২ শতাংশ করের স্ল্যাবে থাকা ৯৯ শতাংশ পণ্য এখন পাঁচ শতাংশ করের স্ল্যাবে স্থানান্তরিত হবে। একইভাবে, ২৮ শতাংশ স্ল্যাবের আওতায় থাকা ৯০ শতাংশ পণ্য ১৮ শতাংশের স্ল্যাবে স্থানান্তরিত হবে। পুরনো কর কাঠামোয় মোট চারটি স্ল্যাব ছিল। এগুলি হল ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। নতুন ব্যবস্থায় ১২ এবং ১৮ শতাংশ্যের স্ল্যাব বাতিল হয়ে যাবে। বেশিরভাগ পরিষেবা পাঁচ এবং ১৮ শতাংশের স্ল্যাবে চলে আসবে। তার ফলে ক্রয়ের পরিমাণ ৫.৩১ লক্ষ কোটি টাকা বাড়বে বলে অনুমান এসবিআইয়ের রিপোর্টে। সেই জোরেই ট্রাম্পের শুল্কবোমার ক্ষতি সামাল দেওয়া যাবে বলে মনে করছে বিশ্লেষক মহল।
  • Link to this news (প্রতিদিন)