SSC মামলা: ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৭দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। একইসঙ্গে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য যাতে সুযোগ না পায়, তা নিশ্চিত করতে এসএসসিকে নির্দেশ শীর্ষ আদালতের।
একইসঙ্গে আদালত যে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে তাও এদিন জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম নির্দেশ মেনে সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ হতে চলেছে এসএসসি পরীক্ষা। উল্লেখ্য, সেই পরীক্ষা পিছনোর আবেদন জানিয়ে গত কয়েকদিন আগেই মামলা হয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও সেই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ফলে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এসএসসি। একই সঙ্গে রাজ্যের তরফেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে।
আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। সওয়াল-জবাব শেষে আদালত অযোগ্যদের তালিকা আগামী সাতদিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত প্রক্রিয়ার নজর রাখছে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করবে বলেও এদিন শুনানিতে জানিয়েছে।
বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।