ফের হামলার ছক ভারতে! নেপাল হয়ে বিহারে প্রবেশ ৩ জইশ জঙ্গির, জারি ‘হাই অ্যালার্ট’
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতে বড়সড় হামলার ছক কষছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ! নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে তাদের তিন জঙ্গি। বিহার পুলিশকে সতর্ক করে এমনটাই জানিয়েছে গোয়েন্দারা। তারপরই রাজ্যজুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।
গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, তিন জঙ্গির নাম হাসনাইন আলি, আদিল হোসেন এবং মহম্মদ উসমান। তারা যথাক্রমে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, উমরকোট এবং বাহাওয়ালপুরের বাসিন্দা। জানা গিয়েছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা কাঠমাণ্ডুতে পৌঁছয়। তারপর সেখান থেকে গত সপ্তাহে জঙ্গিরা বিহারে প্রবেশ করেছে। ইতিমধ্যেই ওই তিন জেহাদির ছবি প্রকাশ করে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে বিহার পুলিশ। জানানো হয়েছে, সন্দেহজনক কিছু দেখলেই যেন তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে বিহারে আগে থেকেই আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মধুবনী, সীতামারহি, সুপৌল, আরারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণ- সহ সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে বিহারের দিকে ভারত-নেপালের যে সীমানা রয়েছে, তার প্রায় ৭২৯ কিলোমিটার উন্মুক্ত। ফলে দীর্ঘদিন ধরে এটি অনুপ্রবেশ এবং চোরাচালান কারবারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে পাক জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।