আরজি কর সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
দৈনিক স্টেটসম্যান | ২৮ আগস্ট ২০২৫
আরজি কর হাসপাতাল সংক্রান্ত একটি মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার আদালতে তিনি জানান, ইতিমধ্যেই একই ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। সেই প্রেক্ষিতেই তাঁর মতে, সংশ্লিষ্ট মামলাটিরও ডিভিশন বেঞ্চে শুনানি হওয়াই যুক্তিযুক্ত। বিচারপতি ঘোষ মামলাটি সংক্রান্ত যাবতীয় নথিপত্র প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, বিষয়টির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিচার করে তা ডিভিশন বেঞ্চে স্থানান্তর করা প্রয়োজন।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালের এক নির্যাতিতার পরিবারের তরফে সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করা হয়েছিল। এত দিন সেই মামলার শুনানি হচ্ছিল বিচারপতি ঘোষের এজলাসে। তবে বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আরজি কর কাণ্ডের রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলা বিচারাধীন। ফলে নতুন করে স্থানান্তরিত মামলাটিও সেখানেই যেতে পারে বলে ধারণা করছেন আইনজীবীরা। এই সিদ্ধান্তের ফলে, আরজি কর সংক্রান্ত মামলাগুলির শুনানির প্রক্রিয়ায় একটি ঐক্যবদ্ধতা আসবে বলে মনে করা হচ্ছে।