• কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী হত্যার মামলায় প্রাক্তন পুলিশ আধিকারিকের জামিন
    দৈনিক স্টেটসম্যান | ২৮ আগস্ট ২০২৫
  • চার বছর আগে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় জামিন পেলেন কলকাতা পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (তৎকালীন ওসি, নারকেলডাঙা থানা) শুভজিৎ সেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যে ছড়িয়ে পড়া অশান্তির মধ্যে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অভিজিতের পরিবারের অভিযোগ, তাঁকে গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে খুন করা হয়। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করলেও, পরে হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

    সিবিআই এই মামলায় একাধিক চার্জশিট জমা দিয়েছে। প্রথমে পুলিশের তরফে ১৫ জনের নামে চার্জশিট জমা পড়ে। পরে সিবিআই আরও দুই দফায় অতিরিক্ত চার্জশিট জমা দেয়, যেখানে মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ জন। তাঁদের মধ্যে রয়েছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ওয়ার্ড নম্বর ৩০-এর কাউন্সিলর পাপিয়া ঘোষ।

    চলতি বছরের জুলাই মাসে বিশেষ সিবিআই আদালত শুভজিৎ সেন ও ‘খুনে সাহায্যকারী’ হিসেবে অভিযুক্ত সুজাতা দে-কে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে পুলিশ অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও হেফাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট রত্না এবং দীপঙ্করের জামিন মঞ্জুর করে। অবশেষে শুভজিৎ সেনও জামিন পেলেন হাই কোর্টের নির্দেশে।

    এই মামলায় এখনও পর্যন্ত রাজনীতিক, পুলিশ এবং পুর প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব অভিযুক্ত হয়েছেন। তদন্তে উঠে এসেছে রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও হিংসাত্মক ষড়যন্ত্রের একাধিক অভিযোগ। সিবিআই তদন্ত এখনও চলছে। আদালতের পর্যবেক্ষণ এবং তদন্তের অগ্রগতির উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কেন্দ্রীয় সংস্থা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)