• বাঁশবেড়িয়ায় গণেশ পুজোয় এসে সাধারণ মানুষের ক্ষোভের মুখে সুকান্ত মজুমদার...
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: বাঁশবেড়িয়ায় গণেশ পুজোয় এসে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়লেন সুকান্ত মজুমদার। বাঁশবেড়িয়ার যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ রয়েছে নয়দিন ধরে। পঞ্চানন তলার একটি ক্লাবে তাকে ডেকে নিয়ে গিয়েছিল তার এক বন্ধু। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।যুবকের পরিবার মগরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। স্নিফার ডগ নিয়ে এসে খোঁজার পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের নামিয়ে গঙ্গায় তল্লাশি চালানো হয়। সুকান্ত মজুমদারকে নিখোঁজ যুবকের পরিবার জানাতে গিয়েছিল নয়দিন ধরে খোঁজ মিলছে না লক্ষ্মণ চৌধুরীর। ধ্বস্তাধস্তি টানাটানি,বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বের করে নিয়ে যায় সুকান্ত মজুমদারকে। এ বিষয় তৃণমূল বলেছে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।

    আজ বাঁশবেড়িয়া কল বাজারে গণেশ পূজোয় উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরিবার ও স্থানীয়রা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অভিযোগ জানাতে যায়।পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত লক্ষণকে খুঁজে পায়নি। সুকান্ত মজুমদার যখন বেরিয়ে এসে গাড়িতে উঠতে যাচ্ছিলেন সেই সময় যুবকের পরিবার কথা বলতে এগিয়ে যায়। কথা শুরুও হয়। এমন সময় সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে বিজেপি কর্মীদের ধরতে শুরু হয়। সুকান্ত মজুমদারকে কোনভাবে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

    বিজেপি হুগলী সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ বলেন,যুবকের পরিবার অভিযোগ জানাতে এসেছিল। কিছু মানুষ এসে সুকান্ত মজুমদারকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছিল। কী তাদের উদ্দেশ্য বোঝা গেল না। সেখানে অনেকেই মদ্যপ অবস্থায় ছিল।একটা পুজোর অনুষ্ঠানে মন্ত্রী এসেছেন সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে পুলিশকে বলব তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে।

    সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হয়েছে। যেটা শুনলাম সভাপতির অফিসিয়াল গ্রুপ এটা করেছে।সুকান্তবাবুর তো এখানে কিছু নেই। যেখানে যার ক্ষমতা আছে সে করিয়েছে। বিজেপি বিজেপিকে বিক্ষোভ দেখাচ্ছে। এসব নাটক বাজি করে কোনও লাভ হবে না দলটাই শেষ হয়ে যাবে। যে যুবক নিখোঁজ হয়েছে পুলিশ তার খোঁজ চালাচ্ছে। আমরাও বলেছি কারা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে গেল সেটা বার করতে।এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর মঞ্চে হঠাৎ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সাধারণ দর্শনার্থীরা ভয়ে সরে যান। পরিবারের লোকজন অভিযোগ করেছেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাঁদের আশঙ্কা, পরিকল্পিতভাবে লক্ষ্মণকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই কারণেই মন্ত্রীর সফরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নজর থাকছে পুলিশি তদন্ত ও নিখোঁজ যুবকের সন্ধানের দিকে।
  • Link to this news (আজকাল)