• উপত্যকায় ফের গুলির লড়াই, সেনার সঙ্গে সংঘর্ষে খতম দুই জঙ্গি, জারি তল্লাশি অভিযান ...
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বান্দিপোরায় ফের চলল গুলি। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে জম্মু–কাশ্মীরের বান্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলির লড়াইয়ে নিকেশ করা হয়েছে ২ পাক জঙ্গিকে। এলাকা ঘিরে এখনও চলছে চিরুনি তল্লাশি।

    বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর উপত্যকায় জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নওশেরা নারের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করে জম্মু–কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ দল। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন নওশেরা নার ৪’। শুরু হয় গুলির লড়াই। তাতেই খতম হয় দুই জঙ্গি। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে।

    সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গুরেজ সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা ও পুলিশের একটি দল। সে সময় দুই সন্দেহভাজনকে লক্ষ্য করে সেনা গুলি চালালে তারাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। সংঘর্ষে দুই জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।’

    এটা ঘটনা, পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বেড়েছে। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করতে উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। গত মাসেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’–এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে ‘অপারেশন অখল’ শুরু করে ভারতীয় সেনা। তাতে খতম হয় ছয় জঙ্গি। সেই ঘটনার পর মাসখানেক পেরোতে না পেরোতেই ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা। আর তারপরই সেনার গুলিতে খতম হল দুই জঙ্গি। 

    এদিকে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পাশাপাশি সেখানে চলছে প্রবল বৃষ্টি। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা এবং কলিং সুবিধা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবারও পরিস্থিতি বেশ খারাপ ছিল। একাধিক স্থানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ একেবারে অচল হয়ে পড়ে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

     
  • Link to this news (আজকাল)