• ইনস্টাগ্রামে আলাপের চেষ্টা! প্রেমিকাকে মেসেজ পাঠাতেই রেগে আগুন যুবক, ভরা রাস্তায় যা করল, দেখেই চোখ কপালে সকলের
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ করার চেষ্টা করেছিলেন এক যুবক। চুপিসারেই মেসেজ পাঠান তরুণীকে। বিষয়টি প্রেমিককেও জানিয়ে দেন তরুণী। এরপরই ঘটে বিপত্তি। প্রেমিকাকে লুকিয়ে মেসেজ পাঠানোর জেরে রেগে আগুন হয়ে যায় তাঁর প্রেমিক। শেষমেশ ভরা রাস্তায় যা ঘটায়, তা দেখেই চোখ ছানাবড়া হয়ে যায় সকলের। 

    জানা গেছে, প্রেমিকাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর জন্য ভরা রাস্তায় ওই যুবকের সঙ্গে তাঁর প্রেমিকের বচসা শুরু হয়। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই যুবককে প্রথমে হেনস্থাই করছিল সে। ক্রমেই বচসা থেকেই হাতাহাতি শুরু হয়। শেষমেশ যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তরুণীর প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মোরেগাঁও লেকের কাছে। জানা গেছে, মৃত যুবকের নাম প্রতীক ওয়াঘে। তিনি মোরেগাঁও এলাকারই বাসিন্দা ছিলেন। রবিবার রাতে তাঁর উপর হামলা চালায় ভূষণ পাতিল সহ আরও ছয় জন যুবক। বেধড়ক মারধর করা হয় তাঁকে। 

    রক্তাক্ত অবস্থায় সেই রাতেই প্রতীককে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসা চলাকালীন সোমবার সকালে যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার অভিযোগে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভূষণ ও তার ছয় বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

    পুলিশ আরও জানিয়েছে, যুবককে পিটিয়ে খুনের ঘটনাটি ঘিরে নালাসোপারায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েছেন। ইতিমধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছি, আপনার শান্ত থাকুন এবং তদন্তে সাহায্য করুন। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির পদক্ষেপ করা হবে শীঘ্রই।' 

    প্রাথমিক তদন্তের পর তুলিঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রামে এক তরুণীকে মেসেজ পাঠিয়েছিলেন প্রতীক নামের ওই যুবক। যা ঘিরে তরুণীর প্রেমিক ভূষণ অশান্তি শুরু করে। শেষমেশ বন্ধুদের সঙ্গে মিলে ওই যুবককে ভরা রাস্তায় হেনস্থা করে। প্রথমে ঝামেলাই চলছিল তাদের মধ্যে। এরপর বন্ধুদের সঙ্গে মিলে প্রতীককে ব্যাপক পেটাতে শুরু করে সকলে। 

    গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন প্রতীকে। তখনই স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হয়নি। তবে পুলিশের ধারণা, ঘটনাটি আকস্মিক ঘটেনি। প্রতীকের উপর হামলা করার পরিকল্পনা আগে থেকেই ছিল অভিযুক্তদের। কয়েকজন অভিযুক্ত হামলার ঘটনাটি ক্যামেরাবন্দিও করে। এরপর ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। 

    সেই ভিডিওটি দেখেই এলাকায় উত্তেজনা ছড়ায়। নেটিজেনরাও ক্ষোভ উগরে দেন। অভিযুক্তরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাদের এই ঘটনাটি ঘিরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)