• বড় বিপদের আশঙ্কা! গোটা রাজ্যে টানা চারদিন সমস্ত স্কুল বন্ধের ঘোষণা, জেলায় জেলায় জারি হল চরম সতর্কতা
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গোটা রাজ্যে একটানা চারদিন সব স্কুল বন্ধ থাকবে। প্রবল বৃষ্টির আবহে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে জেলায় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহ জুড়েই আরও অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আরও বিপদের আশঙ্কাও রয়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে সব স্কুল বন্ধ রাখার ঘোষণা করলেন তিনি। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেছেন, আজ বুধবার থেকে আগামী চারদিন রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে‌। ২৭ আগস্ট বুধবার থেকে ৩০ আগস্ট শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি স্কুল। প্রবল বৃষ্টির জেরে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

    এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লিখেছেন, 'গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত পাঞ্জাব। আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি বিচার করে প্রাথমিক তদন্তে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলের সব ক্লাস বাতিল ঘোষণা করা হচ্ছে। ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে।' 

    গত কয়েকদিনের অতি বৃষ্টির জেরে পাঞ্জাবের বহু গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট, গুরদাসপুর, ফাজিলকা, ফিরোজপুর, হোঁশিয়ারপুর। পাশাপাশি জলমগ্ন রাজ্যের অধিকাংশের বেশি রাস্তাঘাট। পাঠানকোট থেকে জম্মু যাওয়ার জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির জেরে রভি নদীর উপরের সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঞ্জাব ও জম্মুর সংযোগকারী লখনপুর সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগের জেরে। 

    বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই কমিটির তরফেই অস্থায়ী শিবিরে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে‌। আজ পাঠানকোট ও গুরদাসপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাঠানকোট, গুরদাসপুর, বরনালা, সাংরুর, মনসায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। 

    প্রশাসনের তরফে আরও জানা গেছে, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের রেকর্ড ভাঙা অতি বৃষ্টির কারণে পাঞ্জাবের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাতটি জেলা এখনও পর্যন্ত বন্যার কবলে রয়েছে। গতকাল বরনালা জেলায় ১১ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। 

    মৌসম ভবন সূত্রে খবর, ৫৫ বছরের মধ্যে প্রথমবার শীতলতম আগস্টের সাক্ষী থাকল পাঞ্জাব। ২৬ আগস্ট পাঞ্জাবের সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গত পাঁচ দশকেই এটিই আগস্ট মাসে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা। আগামী তিন থেকে চারদিন পাঞ্জাব জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশিরভাগ জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে। 

    প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরেও মঙ্গলবার প্রবল বৃষ্টি হয়েছে। বৈষ্ণদেবী যাত্রা পথে ৩০ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। আহত হয়েছেন আরও ২৩ জন। মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরেই জম্মু ও কাশ্মীরে হড়পা বান ও ভূমিধস ঘটেছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে শ্রীনগর–জম্মু জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। সোমবার কঠুয়া–পাঠানকোট জাতীয় সড়কের ওপর একটি বড় সেতু ভেঙে পড়ে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
  • Link to this news (আজকাল)