• উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য, স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল নিয়োগ, চিকিৎসকদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা?
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • নিতাই দে, আগরতলা: রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।ৎরাজ্যে খুব সহসাই সুপার-স্পেশালিটি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞাভবনে নবনিযুক্ত বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসারদের (চিকিৎসক) নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী, তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। 

    মুখ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদা ছিল। এখনও এ নিয়ে সংকট রয়েছে। সরকার টিপিএসসি'র  মাধ্যমে ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও মাত্র ৪৫ জন প্রার্থী পাওয়া সম্ভব হয়েছে। তাই আবারও বিজ্ঞাপন দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আরও বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করবেন। যাঁদেরকে দিয়ে শূন্যতা পূরণ করা যাবে। 

    রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌছে দিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগে রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকায় রাজ্যের প্রতিটি জেলায় বা মহকুমায় হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া যেত না। বর্তমানে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের ফলে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যাবে। নতুন করে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা একথা বলেন। 

    পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। ২০১৮ সালের পর থেকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য শিক্ষিত যুব সমাজকে দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। ত্রিপুরাও বিভিন্ন ক্ষেত্রে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে। রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নতি হওয়ায় বর্হিরাজ্যে রোগী রেফারের সংখ্যা অনেকটাই কমেছে। 

    তবে এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা চিকিৎসকদের আবারও সতর্ক করতে গিয়ে বলেন, চিকিৎসকরা যাতে তাঁদের কর্তব্য ভাল ভাবে পালন করা সহ রোগীর পরিবারদের সঙ্গেও ভাল ব্যবহার করেন। এদিন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রাজ্যবাসীর সেবায় আত্মনিয়োগ করবেন। 

    মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, রাজ্যে চিকিৎসকের ঘাটতি পূরণ করতে ২১৫ জন চিকিৎসক নিয়োগ করা হবে। বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালগুলির ইতিমধ্যেই আধুনিকীকরণ করা হয়েছে। সারা রাজ্যেই চিকিৎসা পরিকাঠামো উন্নত করার কাজ চলছে। রাজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএইচএম মিশন ডিরেক্টর সাজুবাহিদ এ, মেডিক্যাল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর ডা. এইচ পি শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস।
  • Link to this news (আজকাল)