• সেপ্টেম্বর মাস থেকেই এই পাঁচটি বিভাগে বড় পরিবর্তন, পড়তে পারে পকেটে টান
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১ সেপ্টেম্বর থেকে একাধিক নতুন পরিবর্তন কার্যকর হতে চলেছে, যা সরাসরি গৃহস্থালী বাজেট ও দৈনন্দিন ব্যয় প্রভাবিত করতে পারে। সোনা-র মতোই রূপার হলমার্কিং, SBI কার্ডে অতিরিক্ত চার্জ, এলপিজি মূল্য সংশোধন, এটিএম উত্তোলন ফি এবং ফিক্সড ডিপোজিট সুদের হার পরিবর্তনের সম্ভাবনা—সবই গ্রাহকের ওপর প্রভাব ফেলবে।

    রূপার হলমার্কিংসরকার সোনার মতো রূপাতেও বাধ্যতামূলক হলমার্কিং সম্প্রসারণের পরিকল্পনা করছে। এর লক্ষ্য হল রূপার বাজারে স্বচ্ছতা আনা যাতে বিশুদ্ধতা ও মূল্যমান একরকম থাকে। এই উদ্যোগের ফলে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এর কারণে রূপার মূল্যও প্রভাবিত হতে পারে। যারা রূপার গহনা কিনতে বা বিনিয়োগ করতে চাইছেন, তাদের নতুন নিয়ম সম্পর্কে সতর্ক থাকা উচিত।

    SBI কার্ড পরিবর্তন১ সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া  কার্ডধারীরা নতুন শর্তের মুখোমুখি হবেন। অটো-ডেবিট ব্যর্থ হলে ২% জরিমানা ধার্য হবে, এবং আন্তর্জাতিক লেনদেনে অতিরিক্ত চার্জ লাগতে পারে। এছাড়াও জ্বালানি ক্রয় ও অনলাইন শপিং-এও ফি বাড়তে পারে। একই সঙ্গে রিওয়ার্ড পয়েন্টের মানও কমানো হতে পারে। গ্রাহকদের সতর্কভাবে খরচ পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে জরিমানা এড়ানো যায়।

    এলপিজি মূল্য পরিবর্তনমাসের প্রথম দিন যেমন প্রতি মাসেই হয়, তেল কোম্পানিগুলো ১ সেপ্টেম্বর নতুন গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা করবে। দাম বিশ্ববাজারের কাঁচা তেলের প্রবণতা এবং কোম্পানির হিসাব অনুযায়ী ওঠানামা করে। দাম বাড়লে রান্নাঘরের বাজেটে চাপ পড়বে, কমলে কিছুটা স্বস্তি মিলবে।

    এটিএম ব্যবহার নিয়মকিছু ব্যাংক নতুন এটিএম ব্যবহার নিয়ম প্রয়োগ করতে চলেছে। নির্ধারিত মাসিক সীমা অতিক্রম করে অর্থ উত্তোলন করলে উচ্চতর লেনদেন চার্জ লাগতে পারে। ব্যাংকগুলোর ডিজিটাল ব্যবহারে উৎসাহ দেওয়ার কারণে বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় এটিএম উত্তোলন কমানো উত্তম। 

    FD সুদের হার পর্যালোচনাকয়েকটি ব্যাংক সেপ্টেম্বর মাসে ডিপোজিট সুদের হার পর্যালোচনা করতে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ ব্যাংক FD-তে ৬.৫ থেকে ৭.৫ শতাংশ সুদ প্রদান করছে। তবে বাজারে অনুমান করা হচ্ছে, সুদের হার হ্রাস পেতে পারে। যারা FD-তে টাকা লগ্নি করতে চাইছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব হার স্থির করতে চাইবেন।

    গ্রাহকের জন্য প্রভাবনিয়মগুলো যদিও বিভিন্ন, কিন্তু সবকটির একই বিষয় হল গ্রাহকের ব্যয়ে সরাসরি প্রভাব। এটি হতে পারে বিনিয়োগ সিদ্ধান্তে, গৃহস্থালি জ্বালানি খরচে বা ব্যাংকিং লেনদেনে।

    বিশেষজ্ঞ পরামর্শ অনুসারে, ব্যাংক ও তেল কোম্পানির নতুন সার্কুলার মনিটর করুন। বাজেট সাবধানে পরিচালনা করুন। বড় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। তাহলেই দেখতে পারবেন সমস্ত সমস্যার সমাধান হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে যে নতুন নিয়মগুলি তৈরি হবে সেগুলি নিয়ে আগে থেকেই প্রস্তুতি সেরে নিন। 
  • Link to this news (আজকাল)