• বদলে গেল এটিএম থেকে টাকা তোলার নিয়ম, দেখে নিন এখনই
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  মেট্রো শহরে মাসে ৩ বারের বেশি এটিএম থেকে টাকা তুলছেন? আরবিআই নিয়ম অনুযায়ী আপনাকে কত টাকা চার্জ দিতে হতে পারে জেনে নিন।

    অটোমেটেড টেলার মেশিন ব্যাঙ্কিংকে অনেক বেশি সুবিধাজনক করে তুলেছে। ফলে গ্রাহকদের আর বারবার শাখায় যেতে হয় না। তবে, এই সহজলভ্যতার সঙ্গে অনেকেই এটিএম লেনদেন সম্পর্কিত নিয়ম ও চার্জ সম্পর্কে পুরোপুরি অবগত নন। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিনামূল্যে লেনদেনের সীমা ও অতিরিক্ত চার্জ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে।

    বিনামূল্যে লেনদেনের সীমানতুন নিয়ম অনুযায়ী, প্রতিমাসে গ্রাহকদের নির্দিষ্ট সংখ্যক ফ্রি এটিএম লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে যা তাদের অবস্থানের উপর নির্ভর করে।মেট্রো শহরে: প্রতি মাসে মাত্র ৩টি ফ্রি লেনদেন (ক্যাশ উত্তোলন, ব্যালান্স চেকসহ অন্যান্য নন-ফাইন্যান্সিয়াল লেনদেনও এর অন্তর্ভুক্ত)।নন-মেট্রো শহরে: প্রতি মাসে ৫টি ফ্রি লেনদেন।এই সীমা অতিক্রম করলে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ব্যাঙ্ক চার্জ নেওয়ার অধিকারী।সীমা অতিক্রম করলে চার্জক্যাশ উত্তোলনের মতো ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ (GST-সহ) পর্যন্ত চার্জ লাগতে পারে।ব্যালান্স চেকের মতো নন-ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য কিছু ব্যাঙ্ক সর্বোচ্চ ১১ চার্জ করে। (চার্জের পরিমাণ ব্যাঙ্কভেদে সামান্য আলাদা হতে পারে।)

    উচ্চ-মূল্যের লেনদেনের নতুন নিয়মএটিএম ব্যবহারের সীমার পাশাপাশি সরকার বড় অঙ্কের লেনদেনের জন্যও নতুন বিধান চালু করেছে।এক আর্থিক বছরে ২০ লাখ বা তার বেশি নগদ জমা বা উত্তোলন (একবারে বা একাধিকবারে) করলে রিপোর্ট করা বাধ্যতামূলক।এর জন্য PAN ও Aadhaar নম্বর দেওয়া আবশ্যক।এই পদক্ষেপ কালো টাকা রোধ ও আর্থিক স্বচ্ছতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।

    এটিএম চার্জ এড়ানোর উপায়অতিরিক্ত চার্জ এড়াতে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে—নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা, কারণ সাধারণত এতে বেশি ফ্রি লেনদেন পাওয়া যায়।ছোটখাটো কাজ যেমন ব্যালান্স চেক করার জন্য ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করা।

    প্রতি মাসে কতবার এটিএম ব্যবহার করছেন তা হিসাব রাখা, যাতে ফ্রি সীমার মধ্যে থাকা যায় এবং অপ্রত্যাশিত চার্জ এড়ানো যায়।যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে অতি সহজেই নিজের অতিরিক্ত চার্জ এড়িয়ে যেতে পারবেন। এটিএম একটি অতি সহজ মাধ্যম যেখান থেকে আপনি নিজের টাকা তুলতে পারবেন। তবে সেখান থেকে আপনাকে মনে রাখতে হবে কীভাবে নিজের অতিরিক্ত টাকা যেন এর পিছনে খরচ না হয়ে যায়।

    যদি একেবারে হিসেব করে এটিএম থেকে টাকা তুলতে পারেন তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। তবে সেখানে আপনাকে নিজের ব্যাঙ্ক বেশি করে ব্যবহার করতে হবে। যদি অন্য ব্যাঙ্ক বেশি ব্যবহার করেন তাহলে আপনাকে তার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে।
  • Link to this news (আজকাল)