• মহারাষ্ট্রে শুরু ১০ দিনের গণেশ পুজো
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • মুম্বই ও হায়দরাবাদ: শহরজুড়ে ১৭ হাজার ৬০০ পুলিসের লাগাতার নজরদারি। সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য ঘোড়সওয়ার পুলিস। মাথার উপর ঘুড়ে বেড়াচ্ছে অজস্র ড্রোন। হঠাৎ করে কোনও অপ্রীতিকর কাণ্ড যাতে না ঘটে, তার জন্য তৎপর বম্ব স্কোয়াডও। এহেন আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে বেলা গড়াতেই মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার দর্শনে উৎসাহীদের লাইন। সব মিলিয়ে বুধবার গণেশ চতুর্থীর দিন মুম্বই শহরজুড়ে শুরু হয়ে গেল ১০ দিনের উৎসব। এদিন সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র থেকে অলিগলিতে শুরু হয়ে যায় গণপতির আরাধনা। যেদিকেই কান পাতা হোক না কেন, ভেসে আসছে ‘গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া’ স্লোগান। আর তার সঙ্গে নজরে পড়ছে নানা মণ্ডপে বিভিন্ন সাজে বিরাজমান গণেশ মূর্তি। 

    মুম্বই তো বটেই, মহারাষ্ট্রজুড়ে গণেশ আরাধনা নতুন নয়। বছরের পর বছর এই ঐতিহ্য বহন করে চলেছে সেই রাজ্য। তবে এইবারেই প্রথম গণেশপুজোকে রাজ্যের প্রধান উৎসব হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। এই বছরে মুম্বইয়ের সব মণ্ডল তথা সর্বজনীন পুজো কমিটি দাবি করেছে, উৎসবের মধ্যে দিয়েই ছত্রপতি শিবাজি মহারাজের ১২টি দুর্গ সংরক্ষণের বার্তা এবং একইসঙ্গে ‘অপারেশন সিন্দুর’ ও ‘স্বদেশি’ ভাবধারায় মানুষকে সচেতন করতে প্রচার চলবে। নামজাদা মণ্ডপ থেকে শুরু করে সাধারণ কমিটিও এবারের উৎসবে এই বিষয়গুলি নিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। তবে সবচেয়ে নামী পুজোর হিসেবে এবারেও রেকর্ড দর্শনার্থীর আশা করছে জিএসবি সেবা মণ্ডল। পুরোপুরি স্বর্ণালঙ্কারে ভূষিত এই গণপতি বাপ্পাকে দেখতে প্রথম দিনেই উপচে পড়ে ভিড়। 

    প্রতিবারের মতো এবারেও মুম্বইয়ের অন্যতম ‘লালবাগুচা রাজা’, চিঞ্চপোকলি, গণেশ গলি এবং তেজুকায়ায় প্রথম দিনেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মুম্বইয়ের পাশাপাশি পুনে, নাগপুর সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহর-গ্রামে চলছে গণেশ আরাধনা। 

    মহারাষ্ট্রের মতোই ধুমধাম করে গণেশ পুজো হয় তেলেঙ্গানায়। হায়দরাবাদ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বড় শহর ও গ্রামে কয়েক লক্ষ পুজো হচ্ছে। তেলেঙ্গানার খয়রতাবাদের ৬৯ ফুটের গণেশ মূর্তি চলতি বছরের সেরা আকর্ষণ। ন’দিনের এই উৎসবে যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য তৎপর রাজ্যের পুলিস। গণপতি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
  • Link to this news (বর্তমান)