পথকুকুরদের নিয়ে সুপ্রিম নির্দেশ প্রথম কার্যকরের পথে রাজস্থান
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
জয়পুর: পথকুকুরদের ধরে শেল্টার হোমে রেখে তাদের নির্বীজকরণ হবে। তারপর ফের পুরনো এলাকাতেই ছেড়ে দিতে হবে। পথকুকুরদের দৌরাত্ম্য রুখতে এই মর্মে কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তবে দেশের নানা রাজ্যের মধ্যে এই নির্দেশিকা কার্যকরের ক্ষেত্রে সর্বপ্রথম নাম লেখাল রাজস্থান। নির্দিষ্ট নিয়ম মেনে সুষ্ঠুভাবে পথকুকুরদের ধরে নির্বীজকরণের ব্যাপারে রাজ্যের সব পুরনিগম, কাউন্সিল এবং পুরসভার উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। স্থানীয় প্রশাসন বা নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ করে এই পরিকল্পনা সুষ্ঠুভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে রাজ্য। এমনকী এও জানানো হয়েছে, কুকুরদের খাওয়ানোর জায়গা নির্দিষ্ট করতে হবে। এছাড়া ভ্যাকসিন প্রয়োগ, খাবার ও জলের ব্যবস্থার ক্ষেত্রেও নির্দিষ্ট শেল্টার হোম চিহ্নিত করতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসন বিভাগের সচিব রবি জৈন জানান, দেশের মধ্যে রাজস্থানই প্রথম জনসুরক্ষার কথা বিচার করে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কার্যকরের উদ্যোগ নিল। জানা গিয়েছে, নিজস্ব এলাকায় পথকুকুরদের নিয়ে কতদূর কাজ এগল, সে ব্যাপারে আগামী ৩০ দিনের মধ্যে প্রত্যেক পুরসভাকে রিপোর্ট জমা দিতে হবে। একইসঙ্গে এও বলা হয়েছে, ছ’মাসের কম বয়সি কোনও কুকুরের নির্বীজকরণ করা যাবে না। এই এক মাসের মধ্যে কতগুলি পথকুকুরকে ধরা হয়েছে এবং কোন এলাকায় রেখে তাদের নির্বীজকরণ হয়েছে, তার রেকর্ড স্থানীয় প্রশাসনকে রাখতে হবে।