• দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তিন বাহিনীকে বার্তা রাজনাথের
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই যুদ্ধ ২ মাস ধরে চলতে পারে। আবার ৫ বছর দীর্ঘও হতে পারে। সোজা কথায় দীর্ঘকালীন যুদ্ধের জন্য সামারিক বাহিনীকে তৈরি থাকতে হবে এখন। আর তাই যুদ্ধ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি দ্রুত করায়ত্ত করা দরকার। মধ্যপ্রদেশে আয়োজিত এক সেনা সম্মেলনে এহেন মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বর্তমান যুগে সংঘাতের চরিত্র এতটাই অনিশ্চিত যে, কখন যুদ্ধ শুরু হয়ে যাবে, সেটা কেউ আগাম আন্দাজও করতে পারবে না। আর যখনই কোনও যুদ্ধ আকস্মিক শুরু হবে, সেই যুদ্ধ কতদিন ধরে চলবে কেউ অনুমান করতে পারবে না। অতএব আমাদের সবরকম ভাবে নিজেদের তৈরি করতে হবে। মধ্যপ্রদেশের মউতে রাজনাথ বলেছেন, এখন আর কোন পক্ষের সেনার সংখ্যা কত, কাদের কাছে বেশি সংখ্যক অস্ত্র আছে, সেটা যুদ্ধজয়ের জন্য বিবেচ্য নয়। এখন সাইবার যুদ্ধ, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ড্রোন,স্যাটেলাইট ভিত্তিক নজরদারিই ভবিষ্যৎ যুদ্ধের নিয়ন্তা। যে কোনও যুদ্ধে জয়ী হতে হলে এখন প্রধান চালিকাশক্তি হতে চলেছে, ডেটা চালিত তথ্য। রাজনাথ সিং রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধকে বিশ্বে যুদ্ধের রূপবদলের একটি সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ২০২২ সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় সেই যুদ্ধ ছিল চিরাচরিত। কিন্তু মাত্র তিন বছরের মধ্যে, রাশিয়া ও ‌ইউক্রেন যুদ্ধের গতিপ্রকূতি সম্পূর্ণ বদলে গেল। এখন ড্রোন, সেন্সর চালিত অস্ত্র, প্রিসিশন গাইডেড অস্ত্র সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। সুতরাং ভবিষ্যতের যে কোনও যুদ্ধে আর চিরাচরিতপদ্ধতিতে জয় আসবে না। অপারেশন সিন্দুর থেকেও ভারতীয় সামরিক বাহিনী অনেক কিছু শিখেছে। তিন বাহিনির সমান সমন্বয় যে কতটা জরুরি, সেটাও শিখিয়ে দিয়েছে এই যুদ্ধ। তিন বাহিনীকে সতর্ক করে তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই নিজেদের পূর্ণ প্রস্তুত রাখতে হবে। 
  • Link to this news (বর্তমান)