উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ১৮টি সংসদীয় কমিটির বৈঠক, ছুটির মেজাজে থাকা এমপিদের হাজির করাতে নয়া কৌশল
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: আচমকাই সংসদীয় কমিটির বৈঠক ডাকার ঢল। আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর ১৮টি (লোকসভার ১৪ এবং রাজ্যসভার চার) সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। যেসব কমিটির বেশিরভাগেরই চেয়ারম্যান বিজেপির এমপি। রাজনৈতিক মহলের মতে, আসল উদ্দেশ্য উপরাষ্ট্রপতি নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। পদাধিকারবলে যিনি রাজ্যসভার চেয়ারম্যানও।
এই নির্বাচনে ভোটার শুধুমাত্র সাংসদরা। বর্তমানে রয়েছেন ৭৮২ জন সাংসদ। তাঁদের সশরীরে সংসদে ভোটকেন্দ্রে এসে ভোটদান করতে হবে। ২১ আগস্ট শেষ হয়ে গিয়েছে বাদল অধিবেশন। শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুমও। তাই এখন সাংসদদের ছুটির মেজাজ। এমত পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী সি পি রাধাকৃষ্ণানের জয় নিশ্চিত করতেই ‘কৌশলে’ ওই সময়েই সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত।
হিসেব বলছে, এবার সরকার এবং বিরোধী, দুই পক্ষের প্রার্থী যথাক্রমে সি পি রাধাকৃষ্ণান এবং বি সুদর্শন রেড্ডির মধ্যে ভালোই লড়াই হবে। জিততে প্রয়োজন ৩৯২ টি ভোট। সরকারপক্ষ সংখ্যাগরিষ্ঠ ঠিকই। তবে এই নির্বাচনে দলীয় কোনও ‘হুইপ’ চলে না। অর্থাৎ সাংসদরা যাকে খুশি ভোট দিতে পারেন। আর এখানেই সামান্য হলেও চাপে মোদি-শাহ। তাই ‘কায়দা’ করে সাংসদের দিল্লিতে সশরীরে হাজির করাতেই সংসদীয় কমিটির বৈঠক বলেই মনে করা হচ্ছে।
সাংসদরা দিল্লিতে যাতায়াত করার জন্য সারা বছরে বিমানের ৩৪টি টিকিট পান। ট্রেনের টিকিটে অবশ্য কোনও সীমা নেই। তবে সাংসদরা সাধারণত বিমানেই যাতায়াত করেন। তবে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে এলে আলাদা বিমানের টিকিট মেলে। সঙ্গে বৈঠকে হাজিরার জন্য আড়াই হাজার টাকা। ফলে, এক্ষেত্রে নিজেদের কোটার টিকিটও খরচ হবে না। আবার দুদিন বৈঠকে যোগ দিলে বেতন-বাড়তি পাঁচ হাজার টাকা।
৯ সেপ্টেম্বর যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটও দেওয়া হয়ে যাবে। তারই লক্ষ্যে একপ্রকার নজিরবিহীন একসঙ্গে এত সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে মোট ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। সঙ্গে ১৫ হাজার করে টাকা। তবে মনোনয়নপত্রে ত্রুটির কারণে জমা দেওয়ার দিনই বাতিল হয়ে গিয়েছে ২৩টি। স্ক্রুটিনির পর বাদ গিয়েছে ২৫ জনের নাম। ডাকের মাধ্যমে তিনজন পাঠিয়েছিলেন মনোনয়নপত্র। সেগুলিও বাতিল। শেষমেশ মুখোমুখি দুই প্রার্থী। রাধাকৃষ্ণন আর সুদর্শন।