• ট্রাম্পের নির্দেশের ৫ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করেন প্রধানমন্ত্রী: রাহুল
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নয়াদিল্লি: হঠাৎ করেই কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করেছিল ভারত? অসংখ্যবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর হুঁশিয়ারিতেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ভারত সেই দাবি মানতে চায়নি। এই বিতর্কে এবার নয়া মাত্রা যোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ট্রাম্পের নির্দেশের পাঁচ ঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করে দেন মোদি। তাঁর এই দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। 

     বুধবার বিহারের মুজফ্ফরপুর জেলার ভোটার অধিকার যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল। সেখানে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ও আরজেডির তেজস্বী যাদব। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাহুল জানান, পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন ট্রাম্প। ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে বলেন। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন মোদি। ট্রাম্প ২৪ ঘণ্টার সময়সীমা দিলেও পাঁচঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যের সপক্ষে ট্রাম্পের সাম্প্রতিকতম বক্তব্য তুলে ধরেন লোকসভার বিরোধী দলনেতা। মার্কিন প্রেসিডেন্টের মন্ত্রিসভার বৈঠকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ট্রাম্প জানিয়েছেন, ‘আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলাম। জানতে চাই, পাকিস্তানের সঙ্গে আপনাদের কী চলছে?’ এরপর তিনি আরও বলেন, ‘আমি বলি, আপনাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না। আপনারা দু’দেশ পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছেন। এমন শুল্ক চাপাব, আপনাদের মাথা ঘুরে যাবে। এই ফোনের পাঁচঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধ হয়ে যায়।’ মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাহুল। এদিন ভোট চুরি নিয়েও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপিকে সুবিধা করে দিতে ভোট চুরি হয়েছে। এই নিয়ে প্রচুর প্রমাণ সকলের সামনে হাজির করেছি। আগামী দিনে আরও বেশ কিছু তথ্য প্রকাশে আনব। ‘গুজরাত মডেল’কে কটাক্ষ করে রাহুলের দাবি, নির্বাচন কমিশনের সাহায্যে ভোট চুরি করে নির্বাচনে জিতেছেন মোদি-শাহ।
  • Link to this news (বর্তমান)