• সাতসকালে বাড়ির অদূরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সাতসকালে বাড়ির অদূরেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। পাশেই পড়ে ছিল বাইক। খুন করে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। তিনি সাহেবডাঙা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে বেরন রাতে আর বাড়ি ফেরননি। প্রায় প্রতিদিনই রাত করে ফিরতেন যুবক। তাই বিষয়টি খুব একটা আমল দেয়নি পরিবার। কিন্তু গভীররাতেও বাড়ি না ফেরায় দুশ্চিতায় পড়ে পরিবার। আত্মীয়দের দাবি, ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। সুইচ অফ ছিল ফোন। তারপর সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাসিমের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর বাইকও। পরিবারের অভিযোগ তাঁকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। মৃতের কাকা বলেন,” ও প্রায়ই দেরি করে বাড়ি ফিরত। গতকাল গভীররাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় ফোন করা হয়। কিন্তু মোবাইল সুইচ অফ বলছিল। সকালে দেহ উদ্ধার হয়েছে।”

    কেন খুন? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুবক বেশকিছু দিন বাইরে কাটিয়ে ইদানিংকালে শান্তিপুরেই থাকছিলেন। কিছু জমি জায়গা কিনেছিলেন। সেই সংক্রান্ত কোনও বিবাদে খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)