• মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ, কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারেও শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশে রোদ থাকলেও দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পুরোদস্তুর।আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি।গতকাল শহরে সর্বাধিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ।২৭ আগষ্ট সকাল ৬টা ৩০ মিনিট থেকে ২৮ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে ৭.৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 
  • Link to this news (বর্তমান)