• মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, দলের নির্দেশে পদ খোয়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি ...
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য সচেষ্ট তৃণমূল সরকার। কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে একাধিক নতুন বিধি এবং নিয়ম। রাজ্য পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির কারণে গোটা দেশের মধ্যে মহিলা সুরক্ষায় একেবারেই প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। 

    ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন মহিলা পদাধিকারীদের সঙ্গে 'দুর্ব্যবহার' এবং 'কটু' কথা বলার অভিযোগে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

    মঙ্গলবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে জঙ্গিপুর সংগঠনিক জেলা নেতৃত্বের বৈঠকের সময়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন-সহ সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক এবং শাখা সংগঠনের সভাপতিরা। 

    তৃণমূল কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর সংগঠনিক জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে যখন পৃথক পৃথকভাবে আলোচনা চলছিল সেই সময়ে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রসঙ্গ উঠে আসে। 

    পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে 'দুর্ব্যবহার' করার একাধিক অভিযোগ অভিষেক ব্যানার্জির কানে যাওয়ায় তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন বলে জানা গিয়েছে। এরপরই সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের মাধ্যমে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে দ্রুত নিজের পদ থেকে অব্যাহতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। 

    ঘাসফুল শিবিরের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের শীর্ষ নেতৃত্বের এই বার্তা পাওয়ার পর মশিউর রহমানকে সেই কথা জানিয়ে তাঁকে দ্রুত পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, মশিউর রহমান স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

     ৩৩ শাসন বিশিষ্ট সাগরদিঘি পঞ্চায়েত সমিতিতে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩ টি আসনে জয়লাভ করে। বাকি আসনগুলিতে কংগ্রেস-বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি জয়লাভ করেছিল। জেলা তৃণমূলের অন্দরের খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিন মশিউর রহমান বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের সাহায্য নিয়ে দলীয় নির্দেশ অমান্য করে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

    ফলে প্রথম দিন থেকেই মশিউরের কার্যকলাপ নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল। এই অসন্তোষ বৃদ্ধি পায় সাম্প্রতিক সময়ে মশিউর রহমানের হাতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন স্তরের নির্বাচিত দলেরই একাধিক মহিলা 'অপমানিত' হওয়ার ঘটনায়। 

    তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের বাধার কারণে দীর্ঘদিন ধরে মনিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বাজেট পাস করানো যাচ্ছিল না। তাঁর বিরোধিতার কারণে একাধিকবার বাজেট সভা বাতিল করে দিতে হয়। 

    শেষ পর্যন্ত দলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের হস্তক্ষেপে এবছর মার্চ মাসে ওই বৈঠক করা সম্ভব হয়। 

    অভিযোগ ওঠে, ওই বৈঠক শেষে সাংসদ,বিধায়ক এবং বিডিও সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মশিউর রহমান দলবল নিয়ে মনিগ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান আলিয়ারা বিবির উপর হামলা চালান। তাঁকে একটি ঘরে আটকে রেখে চড় থাপ্পড় মারা এবং গালিগালাজ করার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। 

    এই ঘটনাটি রেশ মিলিয়ে যাওয়ার আগেই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির একটি বৈঠক চলাকালীন ওই পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ ফুলন সর্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে মশিউরের বিরুদ্ধে। সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতিকছ বাধা দিলে ওই কর্মাধ্যক্ষের স্বামী অমিত সর্দারকেও মশিউর 'কটুক্তি' করেছিলেন বলে অভিযোগ। 

    সূত্রের খবর, ফুলন সর্দার আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ায় সেই সময় মশিউর তাঁকে জাত তুলে কটূ কথা বলেছিলেন । এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বেশ কয়েকদিন সাগরদিঘির বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। 

    তৃণমূল সূত্রের খবর, ফুলন সর্দারের বাধার কারণে সরকারের তরফ থেকে ত্রাণ হিসেবে বন্টনের জন্য যে সমস্ত সমস্ত জিনিস এসেছিল তা মশিউর রহমান নিজের ইচ্ছামতো বরাদ্দ করতে পারছিলেন না। অভিযোগ, মশিউর ওই মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যকে ত্রাণের সমস্ত জিনিস তাঁর হাতে তুলে দিতে বলেছিলেন এবং তিনি একাই সাগরদিঘির বিভিন্ন এলাকায় সেগুলি 'বিতরণ' করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। 

    জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, মশিউর রহমানের বিরুদ্ধে তপশিলি জাতি এবং উপজাতি আইনের বিভিন্ন ধারায় একটি মামলা রুজু হয়েছে এবং একজন ডিএসপি পদমর্যাদার অফিসার গোটা বিষয়টি তদন্ত করছেন। 

    মশিউরের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের আরও অভিযোগ রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। মুর্শিদাবাদ জেলা পরিষদের ২৩ নম্বর আসন থেকে নির্বাচিত তৃণমূল সদস্য সাজিবা খাতুনের সঙ্গে 'দুর্ব্যবহার' এবং 'কুকথা' বলার অভিযোগ উঠেছে মশিউরের বিরুদ্ধে। 

    মঙ্গলবারের বৈঠকে উপস্থিত একাধিক বিধায়ক জানিয়েছেন,'মশিউরের বিরুদ্ধে ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক মহিলা জনপ্রতিনিধি রাজ্যের শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। দলের তরফ থেকে এই সমস্ত অভিযোগের তদন্ত করা হয়েছিল।'

    সূত্রের খবর, মশিউরের বিরুদ্ধে মহিলা জনপ্রনিধিদের সঙ্গে দুর্ব্যবহারের একাধিক রিপোর্ট দেখে প্রচন্ড ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে তিনি জেলা নেতৃত্বকে নির্দেশ দেন ওই সভাপতিকে দ্রুত যেন তাঁর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। 

    সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূরে মেহবুব আলম বলেন, 'দলের জেলা নেতৃত্বের নির্দেশে আমি এখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট দলীয় নেতৃত্বকে জমা দিয়েছিলাম। এই বিষয় নিয়ে আমি আর কোনও মন্তব্য সংবাদমাধ্যমে করতে পারব না।'

     তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সীর সঙ্গে বৈঠকের পরেই দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব মশিউর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মশিউর রহমান নিজের পথ থেকে সরে দাঁড়াবেন বলে জানা গিয়েছে। 

    দলীয় নেতৃত্বের কড়া মনোভাব নিয়ে প্রতিক্রিয়ার জন্য মশিউর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এই বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই।'
  • Link to this news (আজকাল)