• বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর গলায় ছুরি, বাঁশদ্রোণীতে চাঞ্চল্য
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশু সন্তানকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে এসেছিলেন মহিলা। কাজ শেষে বাড়ি থেকে বেরতেই রোমহর্ষক ঘটনা। শিশু সন্তানের সামনেই বধূর গলায় ছুরি চালিয়ে দিলেন তাঁর স্বামী। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন আক্রান্ত অসীমা নস্কর। মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকেই চম্পট দেয় অসীমার স্বামী হরিপদ নস্কর। মহিলার পরিবারের অভিযোগে খুনের চেষ্টার মামলা রুজু করে হরিপদর সন্ধান চালাচ্ছে কলকাতা পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

    বুধবার সকাল ৮টা নাগাদ বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরে ঘটনাটি ঘটে। এ-ওয়ান ব্রহ্মপুর প্লেসের বাসিন্দা হরিপদ ও অসীমা। বছর সাতেক আগে তাঁদের বিয়ে হয়। সাড়ে তিন বছরের পুত্র সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকেই যুগলের বৈবাহিক সম্পর্কে চিড় ধরে। অসীমা একাধিক অবৈধ সম্পর্কে জড়িত সন্দেহে দু’জনের মধ্যে শুরু হয় অশান্তি। তা থেকে মাঝেমধ্যেই বচসা হতো অসীমা ও হরিপদর। এদিন সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে বের হন অসীমা। পিছু নেন হরিপদ। ব্রহ্মপুর রোডের একটি বাড়িতে কাজ করতে ঢোকেন মহিলা। সেই বাড়ির অদূরেই একটি চায়ের দোকান রয়েছে। সেখানে বসেই চা খান হরিপদ। স্ত্রী বেরতেই সরাসরি গলায় ছুরির কোপ বসান তিনি। সন্তানের সামনেই ছুরি চালানো হয় বলে দাবি এলাকাবাসীর। দ্রুত সেখান থেকে বাইকে চেপে পালিয়ে যান খুনের চেষ্টায় অভিযুক্ত স্বামী। 

    স্থানীয় বাসিন্দা দীপ মণ্ডল বলেন, ‘এক মহিলার আর্তনাদ শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসি। আমরাই হাসপাতালে নিয়ে যাই তাঁকে।’ ঘটনাস্থলে আসে পুলিস। চিকিৎসকের দাবি, মাত্র ৩ সেন্টিমিটারের জন্য শ্বাসনালি ছুঁতে পারেনি ধারালো অস্ত্রটি। নাহলে ঘটনাস্থলেই মৃত্যু হতো বধূর। যদিও রাত পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক। 
  • Link to this news (বর্তমান)