• আরও দুই নয়া জীবের সন্ধান মিলল বাংলায়
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জীববৈচিত্রে আরও দুটি নয়া সংযোজন। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা সম্প্রতি কালেমবালার দুটির প্রজাতি আবিষ্কার করেছেন। মাটিতে থাকা আণুবীক্ষণিক জীবের (অ্যার্থোপড) বিশেষ জাতিই হল কালেমবালা। নতুন আবিষ্কৃত একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে সেলিনা অরানশিয়াম্যাকুলাটা। আরেকটির নাম সেলিনা সিউডোমন্টানা। এই বিজ্ঞানী দলকে নেতৃত্ব দিয়েছেন গুরুপদ মণ্ডল। এই পেপারটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জুট্যাক্সা জার্নালে।
  • Link to this news (বর্তমান)