• পুজোর মুখে পঞ্চাশ কর্মী ছাঁটাই টিটাগড়ের কারখানায়, বিক্ষোভ
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুজোর মুখে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড কারখানার ৫০ জন শ্রমিককে বসিয়ে দিয়েছে ঠিকাদার সংস্থা। এই নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে। বুধবার কারখানার গেটে তাঁরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ দেখান। এদিকে ঠিকাদার সংস্থার বক্তব্য, এখন কাজের চাপ অত্যন্ত কম। অর্ডার সেভাবে না থাকায় উৎপাদনও কম হচ্ছে। এত লোক নিয়ে কাজ চালানো এখন অসম্ভব। তাই কিছু লোককে বসানো হয়েছে। অর্ডার না থাকলে শ্রমিকদের কাজ দেব কী করে? 

    এই অসন্তোষের খবর কারখানার সংলগ্ন বারাকপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি শাবানা পারভিনের কাছে পৌঁছয়। তিনি প্রতিনিধি হিসেবে এলাকার ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ সনুকে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলতে পাঠান। 

    মহম্মদ সনু ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে জানান, সংস্থাটি জানিয়েছে তাদের অর্ডার কম। এখন তাই এত লোক লাগবে না। বাধ্য হয়ে কয়েকজনকে বসানো হয়েছে। তবে অনুরোধ পাওয়ার পর তাঁদের ছ’ঘণ্টা করে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিকদের বোঝানো হয়েছে। আশা করছি সমস্যা মিটে যাবে। বিক্ষোভ প্রসঙ্গে পুর প্রতিনিধি শাবানা পারভিন 

    এদিন বলেন, সমস্যা একটা হয়েছিল। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম। বিষয় কিছুটা মিটেছে। আশা করছি আলোচনার মাধ্যমে পুরোটাই মিটে যাবে। না হলে পুজোর মুখে ৫০ জন শ্রমিক সমস্যায় পড়বেন। আমরা চাই না যে কারও কাজ যাক। ছাঁটাই হওয়া শ্রমিকরা আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীকে জানিয়েছি। তিনি আলোচনা করে সমস্যা মেটানোর জন্য পরামর্শ দিয়েছেন। আশা করছি এই সমস্যা মিটে যাবে।
  • Link to this news (বর্তমান)