নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২ বছরের এক কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগে মঙ্গলবার মুচিপাড়া থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টে হাজির করা হলে বিচারক ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন সরকারি আইনজীবী কিশোরীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি জানালে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী যুবকের পরিচয় ছিল। সেই সূত্রেই ওই যুবক তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। কিশোরীর পরিবার পুলিসে অভিযোগ জানালে তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।